চৌদ্দগ্রাম উপজেলার কাশিনগরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক আড়ম্বরপূর্ণ ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৪ মার্চ) বিকেলে কাশিনগর ইউনিয়নের বড় কাছনাই ঈদগাহে আয়োজিত এ অনুষ্ঠানে বিপুলসংখ্যক নেতাকর্মী ও ধর্মপ্রাণ মানুষ উপস্থিত ছিলেন।
গুরুত্বপূর্ণ ব্যক্তিদের উপস্থিতি
কাশিনগর ইউনিয়ন ৮নং ওয়ার্ডের আয়োজনে অনুষ্ঠিত এই মাহফিলে সভাপতিত্ব করেন আইয়ুব আলী মজুমদার। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমির এডভোকেট মো. শাহজাহান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের সাবেক আমির শাহ মো. মিজানুর রহমান, কুমিল্লা দক্ষিণ জেলা মজলিশের সূরা সদস্য মাওলানা আবু বকর, কুমিল্লা বিশ্ববিদ্যালয় জামায়াতের সমন্বয়ক সাখাওয়াত হোসেন শাওন ও ছুপুয়া সফরিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা শহিদুল্লাহ।
আলোচনার মূল প্রতিপাদ্য
অনুষ্ঠানে বক্তারা ইসলামের শান্তির বাণী, সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং রমজানের গুরুত্ব নিয়ে আলোচনা করেন। তাঁরা বলেন, রমজান শুধু আত্মশুদ্ধির মাস নয়, বরং নৈতিক ও সামাজিক শৃঙ্খলা বজায় রাখার শিক্ষা দেয়। এ ছাড়া মুসলিম উম্মাহর ঐক্য, মানবতার কল্যাণ ও ইসলামী আন্দোলনের গুরুত্ব নিয়েও আলোচনা করা হয়।
সফল আয়োজন ও সমাপ্তি
ইফতার মাহফিল পরিচালনায় ছিলেন কাশিনগর ইউনিয়ন ৮নং ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি মাওলানা কামরুল হাসান ও প্রচার সম্পাদক জিসান উদ্দিন। আরও বক্তব্য রাখেন মাওলানা আব্দুল জলিল, ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা মহাসিন কবির, সেক্রেটারি মাওলানা শাহ আলম ও মাজলিশ সূরা সদস্য মাওলানা মো. শামছুল হক।
সভার শেষ পর্যায়ে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মাহফিল শেষে উপস্থিত সবাই একসঙ্গে ইফতার করেন, যা পুরো আয়োজনকে আরও সৌহার্দ্যময় করে তোলে।