সংগীত চর্চার ধারক ও বাহক উদয়ন সংগীত একাডেমী তাদের গৌরবময় পথচলার পাঁচ বছর পূর্তি উদযাপন করেছে। এ উপলক্ষে গতকাল একাডেমী প্রাঙ্গণে বর্ণাঢ্য অনুষ্ঠান, আলোচনা সভা ও সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সংগীত মানুষের মনকে আলোকিত করে এবং সমাজকে সৌন্দর্যের পথে এগিয়ে নিতে সহায়ক ভূমিকা রাখে। উদয়ন সংগীত একাডেমী বিগত পাঁচ বছরে তরুণ প্রজন্মকে সুরের সাধনায় অনুপ্রাণিত করে একটি বিশেষ অবস্থান তৈরি করেছে।
সন্ধ্যার সাংস্কৃতিক পর্বে একাডেমীর শিল্পীরা দেশাত্মবোধক গান, রবীন্দ্রসংগীত, নজরুলসংগীত, আধুনিক ও লোকগান পরিবেশন করে দর্শক-শ্রোতাদের মুগ্ধ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হাজী মনির হোসেন। যুগ্ন-আব্বায়ক ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হাজী মশিউর রহমান মনির সাধারণ সম্পাদক ২৮ নং ওয়ার্ড চকবাজার থানা বিএনপি ঢাকা মহানগর দক্ষিণ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, অভিভাবক, শিক্ষার্থী ও সংগীতপ্রেমীরা।
অনুষ্ঠান সভাপতিত্বে করছেন ,পারভেজ আলম
পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানটি। উদ্বোধন করবেন, লিয়ানা মেহরীন দৈনিক এই বাংলার সম্পাদক
একাডেমীর প্রতিষ্ঠাতা ও পরিচালক নাহিদ ইসলাম খান,জানান, “সংগীতের আলো সবার মাঝে ছড়িয়ে দেওয়াই আমাদের মূল লক্ষ্য। আগামীতে আমরা আরও ব্যাপক পরিসরে কাজ করার পরিকল্পনা নিয়েছি।”
পাঁচ বছরের এই যাত্রা কেবল শুরু বলে উল্লেখ করে বক্তারা আশা প্রকাশ করেন, উদয়ন সংগীত একাডেমী ভবিষ্যতেও নতুন প্রজন্মকে সুর ও সংগীতের মাধ্যমে মানবিকতার পাঠ শেখাবে।