বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় দলের সাংগঠনিক কাঠামো শক্তিশালী ও গতিশীল করার লক্ষে চৌদ্দগ্রামের ২নং উজিরপুর ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির কর্মসংস্থান বিষয়ক সম্পাদক ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক জাকারিয়া তাহের সুমন। উদ্বোধক ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি’র যুগ্ম-আহবায়ক ও চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির আহবায়ক মোঃ কামরুল হুদা।
প্রধান বক্তা ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক আমিরুজ্জামান আমীর।
শুক্রবার (১ আগস্ট) বিকেলে ইউনিয়নের মিয়াবাজার হাইস্কুল মাঠে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক মাহবুবুল আলম চৌধুরী, সদস্য আব্দুর রহমান বাদল, সদস্য হাজী তাজুল ইসলাম, সদস্য মোজাহিদ চৌধুরী। বিশেষ বক্তা ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সদস্য সচিব ইন্জিনিয়ার শাহ আলম রাজু, যুগ্ম আহবায়ক মীর আব্দুর রহমান আলমগীর।
চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মাস্টার আব্দুল ওয়াদুদের
সভাপতিত্বে ও চৌদ্দগ্রাম উপজেলা যুবদলের আহবায়ক মো: জামাল উদ্দিন মামুন ও উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আবুল হাসনাত মো: মিঞা জুবায়েরের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন,
উজিরপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম-আহবায়ক আব্দুল্লাহ আল মামুন এমরান, চৌদ্দগ্রাম উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক ও উজিরপুর ইউনিয়ন যুবদলের সভাপতি নূর মোহাম্মদ, চৌদ্দগ্রাম উপজেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহবায়ক মোজাম্মেল হক মাছুম, চৌদ্দগ্রাম উপজেলা ছাত্রদল নেতা নাজিম উদ্দীন, আবু হেনা রনি, মিঞাবাজার ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি রনি মজুমদার।
এসময় আরোও উপস্থিত ছিলেন, চৌদ্দগ্রাম পৌরসভা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক হারুন অর রশিদ মজুমদার, সদস্য সচিব শরিফুল ইসলাম দুলাল, চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সাবেক সহ-দপ্তর সম্পাদক জাহিদুল ইসলাম মিন্টু, চৌদ্দগ্রাম পৌরসভা যুবদলের আহবায়ক মো: হাসান, চৌদ্দগ্রাম উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক খোরশেদ আলম, উজিরপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আতর ইসলাম, উজিরপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন সহ উজিরপুর ইউনিয়ন বিএনপির সকল ওয়ার্ড কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল, কৃষকদলের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতা-কর্মী।
সম্মেলন শেষে কাউন্সিলরদের সম্মতিক্রমে হাজী ইব্রাহিম খলিলকে সভাপতি ও এমজি শাহআলম পিন্টুকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।