ছাত্রদলের সাবেক সভাপতি জিয়াউর রহমানের মায়ের দাফন সম্পন্ন
চৌদ্দগ্রাম উপজেলার বিশিষ্ট সমাজসেবী বিলকিস রহমান (১০৫) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন)। শনিবার (১৫ মার্চ) ভোর সাড়ে পাঁচটায় নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তিনি ৫ ছেলে ও ৩ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
শনিবার বিকেল ৩টায় স্থানীয় একটি মাঠে মরহুমার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় ব্যক্তিবর্গসহ বিপুলসংখ্যক মুসল্লি অংশ নেন। পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
জানাজায় উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সাবেক সভাপতি তাহের পলাশী, সাজেদুর রহমান হিরুন, চিওড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবু তাহের, বিশিষ্ট সমাজসেবক জসিম উদ্দিন ভূঁইয়া, ছাত্রদল নেতা আমিনুল ইসলাম ছুটু, অ্যাডভোকেট হুমায়ুন পাটোয়ারী, গাজী কবির, সাবেক ছাত্রদল নেতা একরামুল হক বাবলু, বিএনপি নেতা রাসেল আহমেদ, চিওড়া ইউনিয়ন জামায়াতের সভাপতি মোহাম্মদ শাহ জালাল টিপু ও সাধারণ সম্পাদক হুমায়ুন কবির সজুসহ অনেকে।
মরহুমার রূহের মাগফিরাত কামনায় সকলের দোয়া চেয়েছেন তার পরিবার।