কুমিল্লার চৌদ্দগ্রামে পারিবারিক কলহের জেরে পরিবারের সাথে অভিমান করে বিষপান করে প্রাণ হারিয়েছেন আমেনা আক্তার (২২) নামে এক গৃহবধূ। মর্মান্তিক এ ঘটনা উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের বৈলপুর গ্রামে ঘটে। নিহত আমেনা মো. জসিম উদ্দিনের মেয়ে।
শনিবার (১৫ মার্চ) বিকালে চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হিলাল উদ্দীন আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক তুচ্ছ ঘটনা নিয়ে অভিমান করে শুক্রবার দিবাগত রাতে সকলের অগোচরে আমেনা বিষপান করেন। সকালে পরিবারের লোকজন বিষয়টি টের পেয়ে গুরুতর অবস্থায় তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কিন্তু হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। মা-বাবা ও স্বজনরা বারবার মূর্ছা যাচ্ছেন।
নিহত আমেনার বাবা মো. জসিম উদ্দিন জানান, পাঁচ বছর আগে মেয়ের বিয়ে হয়েছিল। দাম্পত্য জীবনে তার দুটি পুত্র সন্তান রয়েছে। ছোট ছেলেটির বয়স মাত্র দুই মাস। স্বামী-সন্তানসহ বাড়ির পাশেই একটি ভাড়া বাসায় থাকতেন আমেনা। সামান্য ঝগড়াকে কেন্দ্র করেই রাগান্বিত হয়ে এমন চরম সিদ্ধান্ত নেন তিনি।
গৃহবধূর বিষপানে আত্মহত্যার খবর পেয়ে চৌদ্দগ্রাম থানা পুলিশের একটি টিম দ্রুত হাসপাতালে যায়। সেখান থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
চৌদ্দগ্রাম থানার ওসি মোহাম্মদ হিলাল উদ্দীন আহমেদ বলেন, “ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। ইতোমধ্যে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।”
পারিবারিক কলহের জেরে এমন মর্মান্তিক ঘটনা যেন আর না ঘটে, সে জন্য পারস্পরিক বোঝাপড়া ও সচেতনতার গুরুত্ব তুলে ধরছেন স্থানীয়রা।