কুমিল্লার চৌদ্দগ্রামে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মো. মোবারক আলী রকি (২৮) নামে এক ট্রাক হেলপার নিহত হয়েছেন। নিহত মোবারক আলী চট্টগ্রামের খুলশি থানার লালখান বাজার এলাকার বাসিন্দা, তিনি মৃত রমজান আলীর ছেলে।
শনিবার (১৫ মার্চ) ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাতিসা ইউনিয়নের নানকরা এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। মিয়াবাজার হাইওয়ে থানার ওসি সাইফুল ইসলাম দুপুরে বিষয়টি নিশ্চিত করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ভোররাতে চট্টগ্রামগামী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ফেনীগামী এক ড্রাম ট্রাককে পেছন থেকে জোরে ধাক্কা দেয়। এতে ড্রাম ট্রাকের কেবিনে বসে থাকা হেলপার মোবারক আলী গুরুতর আহত হন। খবর পেয়ে হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তবে সেখানে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. জাবেদ হোসেন বলেন, “গুরুতর আহত মোবারক আলীকে হাসপাতালে আনার আগেই তিনি মারা যান।”
মিয়াবাজার হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন জানান, “দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত হেলপারকে হাসপাতালে পাঠানো হয়। পরে সেখানে তার মৃত্যু হয়। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ড্রাম ট্রাকটি উদ্ধার করে থানায় আনা হয়েছে, তবে ঘাতক ট্রাকটি পালিয়ে গেছে।”
আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এই দুর্ঘটনা আবারও মহাসড়কে বেপরোয়া গতির ট্রাক ও সড়ক নিরাপত্তার চরম সংকটকে সামনে নিয়ে এসেছে। স্থানীয়রা প্রশাসনের কাছে মহাসড়কে ট্রাফিক নিয়ন্ত্রণ জোরদার এবং বেপরোয়া চালকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।