কুমিল্লার চৌদ্দগ্রাম পৌরসভার ৩ নং ওয়ার্ড, শ্রীপুর শাখা বাংলাদেশ জামায়াতে ইসলামী কর্তৃক আয়োজিত এক বিশেষ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ মার্চ) বিকালে শ্রীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ মাহফিল অনুষ্ঠিত হয়।
ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম পৌরসভা জামায়াতের আমির মাওলানা মু. ইব্রাহিম। ৩ নং ওয়ার্ড জামায়াতের সভাপতি মোস্তফা কামাল খাঁ-এর সভাপতিত্বে এবং সাবেক ছাত্র নেতা আরিফুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানটি সম্পন্ন হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম পৌরসভা জামায়াতের নায়েব আমির কাজী মু. ইয়াছিন, ৪ নং ওয়ার্ড জামায়াতের সভাপতি প্রফেসর মাওলানা শফিকুর রহমান, ছাত্র শিবির পৌরসভা সভাপতি মোহাম্মদ হোসাইন, ৩ নং ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি এন এইচ তানভীর, ৩ নং ওয়ার্ড যুব বিভাগ সভাপতি কাজী রেজাউল করিম এবং ঈদগাঁ মসজিদের খতিব মাওলানা নিজাম উদ্দিন প্রমুখ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “রমজান আত্মশুদ্ধির মাস। এ মাসে ইবাদতের মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভের চেষ্টা করতে হবে। জামায়াতে ইসলামী সবসময় ইসলামী মূল্যবোধ ও নৈতিকতার ভিত্তিতে সমাজ গঠনে কাজ করে যাচ্ছে।”
সভাপতির বক্তব্যে মোস্তফা কামাল খাঁ বলেন, “জামায়াতে ইসলামী সমাজের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সকলকে ঐক্যবদ্ধ হয়ে ইসলামের বিধান মেনে চলার আহ্বান জানাই।”
অনুষ্ঠানে বক্তারা ইসলামের আদর্শ অনুযায়ী জীবন গড়ার আহ্বান জানান এবং সমাজের কল্যাণমূলক কাজে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।
পরিশেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা নিজাম উদ্দিন। এতে দেশ ও জাতির কল্যাণ, মুসলিম উম্মাহর ঐক্য, এবং ইসলামের বিজয়ের জন্য দোয়া করা হয়। ইফতার মাহফিলে বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি ও গ্রামবাসী উপস্থিত ছিলেন।