কুমিল্লার চৌদ্দগ্রামে ফ্রেন্ডস ফোরামের উদ্যোগে আয়োজিত “বন্ধু মহলের সম্মানে” ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২০ মার্চ) চৌদ্দগ্রাম বাজারের কাচ্চি প্যালেসে আয়োজিত এ মাহফিলে সংগঠনের দায়িত্বশীল ও আমন্ত্রিত অতিথিরা অংশ নেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ফ্রেন্ডস ফোরামের দায়িত্বশীল মু. জাহাঙ্গীর হোসেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের আমির মু. মাহফুজুর রহমান।
ফ্রেন্ডস ফোরামের দায়িত্বশীল মোঃ লিয়াকত আলী শিকদারের সভাপতিত্বে এবং আব্দুল কাইউম মানিকের সঞ্চালনায় আয়োজিত এ মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম পৌরসভার জামায়াতের আমির মাওলানা মু. ইব্রাহিম।
এছাড়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন— মোঃ কফিল উদ্দিন, সাইফুল ইসলাম, বাবর মোল্লা, মু. জহির, মু. হারুন রশীদ, মু. ইমাম হোসাইন, মু. এমদাদ উল্ল্যাহ্, মু. বেলাল হোসাইন, শরিফ বিন করিম, এড. মোঃ সাইফুদ্দিন, ইঞ্জিনিয়ার আবু মুসা, হোসাইন মামুন, খুরশিদ আলম, এমরান হোসেন মাসুদ ও সাবেক ছাত্র নেতা মিশু।
ইফতার মাহফিলে উপস্থিত সবাই পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধির পাশাপাশি সমাজের কল্যাণে একসঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।