কুমিল্লার চৌদ্দগ্রামে পল্লী চিকিৎসক পরিষদের উদ্যোগে ইফতার, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৫ মার্চ (মঙ্গলবার) বিকেলে উপজেলার একটি স্থায়ী হোটেলে এ আয়োজন সম্পন্ন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম উপজেলার নির্বাহী অফিসার মোঃ জামাল হোসেন। পল্লী চিকিৎসক পরিষদের সভাপতি মোঃ শাহাজাহান-এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. সাঈদ আল মনসুর।
এছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মীর হোসেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পল্লী চিকিৎসক পরিষদের সিনিয়র সহ-সভাপতি মোঃ ইউসুফ হোসাইন, সাধারণ সম্পাদক দিল মোহাম্মদ (দিলু), অর্থ সম্পাদক মোঃ ইউসুফ মিয়া, সাংগঠনিক সম্পাদক মোঃ জামশেদ হোসেন, পরিষদের বিভিন্ন ইউনিয়ন থেকে আসা শতাধিক সদস্য।
আলোচনা সভা শেষে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মাওলানা গিয়াস উদ্দিন।
আয়োজনটি ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সম্পন্ন হয়, যেখানে চিকিৎসক সমাজের কল্যাণ ও দেশের অগ্রগতির জন্য দোয়া করা হয়।