পহেলা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা ও পৌরসভা শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে শ্রমিক সমাবেশ ও বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (০১ মে) সকালে চৌদ্দগ্রাম বাজারের এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সমাবেশ শেষে বর্ণাঢ্য র্যালি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম বাজার প্রদক্ষিণ করে ।
আলোচনা সভায় উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোঃ আবু তৈয়ব এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতে ইসলামীর আমির এডভোকেট মুহাম্মদ শাহজাহান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা জামায়াতে ইসলামীর আমির মু. মাহফুজুর রহমান, পৌর জামায়াতের আমির মাওলানা মুহাম্মদ ইব্রাহিম।
পৌরসভা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আবদুল কুদ্দুছ এর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন কুমিল্লা দক্ষিণ জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহকারি সেক্রেটারী শহীদ উল্যাহ, আইটি সম্পাদক মিজানুর রহমান, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহকারী সেক্রেটারী এমরান হোসেন ভুইঁয়া মাসুদ, কনকাপৈত ইউনিয়ন সভাপতি ইউসুফ মজুমদার, পৌসভার ৭নং ওয়ার্ড সভাপতি জাহাঙ্গীর হোসেন।
এসময় অন্যান্যের মধ্যে উপস্হিত ছিলেন উপজেলা জামায়তের সেক্রেটারি বেলাল হোসাইন, পৌরসভা জামায়তের নায়েবে আমির কাজী মোঃ এয়াছিন, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি আরিফুর রহমান, সহ সভাপতি আবু ইউসুফসহ জামায়ত ও শ্রমিক কল্যাণের উপজেলা এবং পৌর নেতৃবৃন্দ।