কুমিল্লা চৌদ্দগ্রামের হিঙ্গুলা হাছানিয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে বার্ষিক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। শনিবার (১৭ মে) বিদ্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
জাতীয় সংগীত পরিবেশন ও পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। স্বাগত বক্তব্যে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী হোসেন বলেন, “এই ধরনের সাংস্কৃতিক কর্মকাণ্ড শিক্ষার্থীদের মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং সৃজনশীলতা বৃদ্ধিতে সহায়ক।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আলী আশরাফ এবং সঞ্চালনায় ছিলেন বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক দেলোয়ার হোসেন। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের দাতা সদস্য ডাঃ আবু নছর ভুঁইয়া, রাজনীতিবিদ গাজী কবির, অভিভাবক সদস্য ও সাংবাদিক এম এ আলম, প্রাক্তন ছাত্র ইব্রাহিম, শাহাদাত ও ইসমাইল প্রমুখ।
সাংস্কৃতিক পর্বে শিক্ষার্থীরা গান, নৃত্য, নাটক, কবিতা আবৃত্তি ও ছড়া পাঠসহ নানা পরিবেশনা উপস্থাপন করে। দিনব্যাপী আয়োজনে প্রাণবন্ত হয়ে ওঠে বিদ্যালয় প্রাঙ্গণ। অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিভিন্ন শ্রেণিতে কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।