কুমিল্লার চৌদ্দগ্রামে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) এর উদ্যোগে বিনা’র গবেষণা ও উন্নয়ন কার্যক্রম শক্তিশালীকরণ প্রকল্পের আওতায় চৌদ্দগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগীতায় স্বল্প মেয়াদী জাত বিনা মুগ-৮ ও বারি মুগ-২ এর মাঠ দিবস ও নমুনা শস্য কর্তন অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে বক্তারা বিভিন্ন সুযোগ-সুবিধার কথা তুলে ধরে স্বল্প মেয়াদী বিনা মুগ-৮ ও বারি মুগ-২ এর চাষের প্রতি সাধারণ কৃষকদের আগ্রহী করে তুলতে পরামর্শমূলক বক্তব্য প্রদান করেন। এ সময় তারা বিনা এর পক্ষ থেকে কৃষকদেরকে বিনামূল্যে বীজ সরবরাহ, কৃষকদের প্রশিক্ষণ প্রদান সহ নানা সুবিধা দেয়ার আশ্বাস প্রদান করেন।
রবিবার (১৮ মে) বিকালে উপজেলার উজিরপুর ইউনিয়নের আশ্রাফপুর মাঠে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন চৌদ্দগ্রাম উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ জোবায়ের আহমেদ, বিনা উপকেন্দ্র কুমিল্লা’র এসএসও ও ভারপ্রাপ্ত কর্মকর্তা ড. মো. হাসানুজ্জামান রনি।
উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো: কামরুল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, স্থানীয় কৃষক আব্দুর রশিদ, আব্দুল মান্নান, মো: ইখলাস উদ্দিন রিফাত, রবিউল হোসেন। অনুষ্ঠানে কুরআন তেলাওয়াত করেন আল হেরা মাদ্রাসার শিক্ষক মাওলানা শরীফুল ইসলাম
এসময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, বিনা’র বৈজ্ঞানিক সহকারী মো: আরিফ হোসেন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোসা: নাঈমা আক্তার, বিনা’র অফিস সহকারী মো: আতিক, কৃষক আবুল হোসেন, খলিলুর রহমান, শফি উল্লাহ, মো: মনির, মাস্টার দিদারুল ইসলাম, রুহুল আমিন, গনি মিয়া, মো: আজিম, আবু তাহের, মো: খালেক, মো: সফিক, মো: সিদ্দিক, আবুল কালাম সহ স্থানীয় কৃষক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।