জুলাই গণ-অভ্যুত্থানে একক কোন মাস্টার মাইন্ড নেই বলে মন্তব্য করেছেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। তিনি বলেন জুলাই আগস্ট হচ্ছে জাতীয় বিপ্লব, এ আন্দোলনে ছাত্রদের পাশাপাশি রাজনৈতিক দলগুলোসহ দেশের সর্বস্তরের জনগণক অংশগ্রহণ করে। আন্দোলনের বিভিন্ন পরিকল্পনা করা হয় ধাপে ধাপে, সকলে মিলে ঐক্য বন্ধ আন্দোলনের ফল জুলাই আগস্টের বিপ্লব। জাহিদুল ইসলাম রবিবার ( ১৬ ফেব্রুয়ারী) বিকেলে কুমিল্লা চৌদ্দগ্রামে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভাকালে এসব মন্তব্য করেন।
তিনি আরো বলেন বিপ্লবের সময়ে আমরা যেভাবে সকলে মিলে ঐক্য বন্ধ ছিলাম, আগামী দিনগুলোতেও এ ঐক্য অটুট রাখতে হবে, না হয় আবারও একটি ফ্যাষ্টিট এর জন্ম গ্রহণ করবে।
ছাত্রদের নতুন রাজনৈতিক দল গঠনের সম্পর্কে এ প্রশ্নের জবাবে জাহিদুল ইসলাম বলেন দেশের রাজনৈতিক দলগঠনে সকলের অধিকার রয়েছে। রাজনৈতিক দলগঠনে যেন গণতন্ত্র থাকে, দেশের জনগণের মৌলিক অধিকার থাকে,আমরা সেই রাজনৈতিক দলকে স্বাগতম জানাই। তবে মনে রাখতে হবে জুলাই আগস্টের বিপ্লবকে বুকে ধারণ করে সকল রাজনৈতিক দলগুলোকে আগামী দিনে এগিয়ে যেতে হবে।
এ সময়ে উপস্থিত ছিলেন শিবিরের কুমিল্লা জেলা দক্ষিণের সেক্রেটারী জাহিদুল ইসলাম চৌধুরী, অফিস সম্পাদক মোশারফ হোসাইন, প্রচার সম্পাদক নূরুল ইসলাম মোল্লা, অর্থ সম্পাদক ইব্রাহীম ভূইঁয়া আজাদ, ছাত্রকল্যান সম্পাদক নূরউদ্দিন মাহবুব, চৌদ্দগ্রাম উপজেলা সদর সভাপতি মোজাম্মেল হক, চৌদ্দগ্রাম উত্তর সভাপতি নাছিম মিয়াজী, চৌদ্দগ্রাম দক্ষিণ সভাপতি নূরুর রহমান জিন্নাহ, পৌরসভা সভাপতি হোসাইন আহমেদসহ উপজলা অন্যান্য নেতৃবৃন্দ।