ফেনীতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় পাঁচ নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। সোমবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লেমুয়া ব্রিজ সংলগ্ন হাফেজিয়া এলাকায় কাভার্ডভ্যান ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
মহিপাল হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, সন্ধ্যার পর ঢালাই শ্রমিকদের বহনকারী একটি পিকআপ ভ্যান লেমুয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা কাভার্ডভ্যানের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পাঁচ শ্রমিক প্রাণ হারান।
নিহত শ্রমিকরা ফেনী শহরের উত্তর সহদেবপুর এলাকায় ভাড়া বাসায় থাকতেন। তবে তাদের বাড়ি উত্তরবঙ্গে বলে জানা গেছে। এখনো পর্যন্ত তাদের পূর্ণ পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
পুলিশ ও স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ চালায়। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এ দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সড়ক দুর্ঘটনা রোধে কর্তৃপক্ষকে আরও সতর্ক হওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।