কুমিল্লার চৌদ্দগ্রামে প্রথম স্ত্রীর দেওয়া ‘একে ধরিয়ে দিন’ পোস্টারের অপমানে জহিরুল ইসলাম (৪০) নামে এক ব্যক্তি আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। বুধবার (১৯ ফেব্রুয়ারি) উপজেলার শুভপুর ইউনিয়নের কটপাড়া গ্রামে নিজ বসতঘর থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।
নিহত জহিরুল ইসলাম কটপাড়া গ্রামের আবদুস সোবহানের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম থানার এসআই সায়েদুর রহমান।
স্থানীয় সূত্রে জানা যায়, জহিরুল ইসলাম দুই বিয়ে করেন। দ্বিতীয় বিয়ের পর থেকেই তার প্রথম স্ত্রীর সঙ্গে দাম্পত্য কলহ শুরু হয়। একপর্যায়ে জহিরুল প্রথম স্ত্রীর বিরুদ্ধে তিনটি মামলা দায়ের করেন। ওই মামলাগুলোর কারণে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়, ফলে তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন। মাঝে মাঝে বাড়িতে এলেও আতঙ্কে থাকতেন।
এলাকাবাসী জানায়, জহিরুলের প্রথম স্ত্রী তার ছবি সম্বলিত পোস্টার ছাপিয়ে গ্রামে লাগিয়ে দেন। পোস্টারে লেখা ছিল— “একে ধরিয়ে দিন”। এতে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন এবং হতাশাগ্রস্ত হয়ে পড়েন।
চৌদ্দগ্রাম থানার এসআই সায়েদুর রহমান জানান, “আমরা লাশ উদ্ধার করে থানায় নিয়ে এসেছি। ময়নাতদন্তের জন্য মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে।”