বরিশালের গৌরনদী উপজেলায় যাত্রীবাহী সাকুরা পরিবহন ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল এক যুবকের। নিহত মো. তুহিন (২৭) চাঁদপুরের মতলব উপজেলার টিএন্ডটি এলাকার কেরামত আলীর ছেলে।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদীর কটকস্থল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকাগামী সাকুরা পরিবহনের বেপরোয়া গতির বাসের সঙ্গে বরিশালগামী মোটরসাইকেলের ভয়াবহ সংঘর্ষ হয়। প্রচণ্ড ধাক্কায় তুহিন ছিটকে পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান।
গৌরনদী হাইওয়ে থানার টিএসআই রুহুল আমীন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “নিহতের লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে এবং তার পরিবারকে খবর দেওয়া হয়েছে। দুর্ঘটনায় জড়িত বাস ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।”
এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধে চালকদের সচেতনতা ও যানবাহনের গতিনিয়ন্ত্রণ জরুরি বলে মনে করছেন স্থানীয়রা। দ্রুতগতির যানবাহনের লাগাম টেনে ধরতে আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি বাড়ানোরও দাবি উঠেছে।
এই মর্মান্তিক দুর্ঘটনা আবারও মনে করিয়ে দিল, সড়কে নিরাপত্তার অভাবে প্রতিদিনই ঝরছে মূল্যবান প্রাণ!