বাংলাদেশে প্রথমবারের মতো নারীদের অংশগ্রহণে বিশেষ সম্মেলন আয়োজন করল জামায়াতে ইসলামী। সাম্প্রতিক সময়ে দলটি একাধিক প্রকাশ্য সমাবেশ করলেও, এটি ছিল নারীদের জন্য প্রথম বড় পরিসরের সম্মেলন।
শনিবার সকালে কুমিল্লার চৌদ্দগ্রাম এইচ.জে সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমির ও চৌদ্দগ্রামের সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের।
সমাবেশে তিনি বলেন, “গত ১৫ বছর শেখ হাসিনা একটি জুলুমবাজ সরকার পরিচালনা করে এসেছেন। তার শাসনামলে বহু মায়ের বুক খালি হয়েছে, অনেক পরিবার হারিয়েছে তাদের প্রিয়জনদের। আল্লাহর রহমতে, এই দুঃশাসনের অবসান ঘটেছে।”
তিনি আরও বলেন, “আমি যখন সংসদ সদস্য ছিলাম, তখন চৌদ্দগ্রামে শান্তি ও উন্নয়নের বাতাস বইছিল। কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর এলাকায় সন্ত্রাস ও দখলদারিত্বের রাজত্ব কায়েম করেছে।”
আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতের প্রার্থীর বিজয় নিশ্চিত করতে নারীদের অগ্রণী ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
উপজেলা জামায়াতের আমির মাহফুজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই মহিলা সম্মেলনে আরও বক্তব্য দেন জামায়াতের কেন্দ্রীয় মহিলা বিভাগের সেক্রেটারি নূরুন্নিসা সিদ্দিকা, সহকারী সেক্রেটারি সাঈদা রুম্মান, রাজনীতিক ও পার্শ্ব সংগঠন বিভাগীয় সেক্রেটারি ডা. হাবিবা চৌধুরী সুইট, জেলা জামায়াতের আমির এড. মো. শাহজাহান, কুমিল্লা অঞ্চলের মহিলা সেক্রেটারি শাহিনা আক্তার, সহকারী সেক্রেটারি ফেরদৌসি সুলতানা ও শাহিন আক্তার প্রমুখ।