ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম অংশে সাম্প্রতিক ডাকাতির ঘটনায় প্রতিরোধে ব্যর্থতার দায়ে মিয়াবাজার হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জসিম উদ্দিনকে প্রত্যাহার করা হয়েছে।
সূত্র জানায়, মহাসড়কের ওই অংশে একাধিক ডাকাতির ঘটনা ঘটে, যা স্থানীয় বাসিন্দা ও যাত্রীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে। আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি থাকা সত্ত্বেও এসব অপরাধ সংঘটিত হওয়ায় প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে।
ডাকাতি প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নিতে ব্যর্থ হওয়ায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ওসি মোঃ জসিম উদ্দিনকে প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়। তাঁর স্থলাভিষিক্ত হিসেবে নতুন ওসির নাম শিগগিরই ঘোষণা করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এ বিষয়ে জানতে চাইলে হাইওয়ে পুলিশের একজন কর্মকর্তা বলেন, “মহাসড়কে নিরাপত্তা জোরদার করতে নতুন কৌশল নেওয়া হচ্ছে। টহল ও নজরদারি বাড়ানো হবে, যাতে ভবিষ্যতে এ ধরনের অপরাধ এড়ানো যায়।”
উল্লেখ্য, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক দেশের অন্যতম ব্যস্ত সড়ক, যেখানে নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্থানীয়রা আশা করছেন, নতুন ওসি দায়িত্ব নেওয়ার পর মহাসড়কের নিরাপত্তা আরও জোরদার হবে।