চৌদ্দগ্রাম পৌরসভার পূর্ব চান্দিশকরা গ্রামের মরহুম ইয়াছিন পাটোয়ারীর ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৭ মার্চ) বিকেলে মরহুমের নিজ বাড়িতে আয়োজিত এই অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের আয়োজন করেন মরহুম ইয়াছিন পাটোয়ারীর বড় ভাই, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক খুরশিদ আলম পাটোয়ারী। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের আমির মো. মাহফুজুর রহমান।
বিশেষ অতিথিদের মধ্যে ছিলেন প্রফেসর মাওলানা মোহাম্মদ শফিকুর রহমান (সঞ্চালক), চৌদ্দগ্রাম পৌর বিএনপির সভাপতি মো. হারুনর রশীদ মজুমদার, পৌর জামায়াতের আমির মাওলানা ইব্রাহিম, পৌর বিএনপির সদস্য সচিব শরিফুল ইসলাম দুলাল, পৌর জামায়াতের সেক্রেটারি মোশাররফ হোসেন ওপেল, চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবুল কাসেম, পৌর যুবদলের আহ্বায়ক মো. হাচান, উপজেলা জামায়াতের নায়েবে আমির কাজী মো. ইয়াছিন, বাতিসা ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা সৈয়দ রাশেদুল হাসান জাহাঙ্গীর, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আশিকুর রহমান, বিএনপির দপ্তর সম্পাদক গিয়াস উদ্দিন, চৌদ্দগ্রাম সরকারি কলেজের ভিপি ও বিশিষ্ট সমাজসেবক মো. জাহাঙ্গীর হোসেন, ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি লিয়াকত শিকদার
অনুষ্ঠানে মরহুম ইয়াছিন পাটোয়ারীসহ সকল কবরবাসীর আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির শান্তি কামনায় বিশেষ দোয়া ও মুনাজাত পরিচালনা করেন চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা মফিজুর রহমান।
বক্তারা তাঁদের বক্তব্যে মরহুম ইয়াছিন পাটোয়ারীর স্মৃতিচারণ করে বলেন, তিনি ছিলেন বিনয়ী, শান্ত ও ভদ্র স্বভাবের মানুষ। তাঁর অকাল প্রয়াণ সমাজের জন্য অপূরণীয় ক্ষতি। মহান আল্লাহ যেন তাঁকে জান্নাতের উচ্চ মর্যাদা দান করেন এবং তাঁর মৃত্যু শাহীদী মৃত্যুর মর্যাদায় কবুল করেন—এমন প্রার্থনা করেন বক্তারা।
উক্ত দোয়া ও ইফতার মাহফিলে বিভিন্ন রাজনৈতিক, ধর্মীয় ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।