ঐতিহ্যবাহী চিওড়া আজগরিয়া ফাজিল মাদ্রাসার ৭০ বছর পূর্তি উপলক্ষে “মিলনমেলা-২০২৫” বাস্তবায়ন কমিটির বিশেষ সভা আজ শনিবার (৮ মার্চ) অনুষ্ঠিত হয়েছে। সভায় মিলনমেলা বাস্তবায়ন ও আয়োজনের বিভিন্ন দিক নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয় এবং ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়।
বিশেষ এই সভায় সভাপতিত্ব করেন মিলনমেলা বাস্তবায়ন কমিটির আহ্বায়ক জনাব মাওলানা একেএম নুরুল আলম ফারুকী। সঞ্চালনা করেন কমিটির সদস্য সচিব মোহাম্মাদ আল-আমীন রাসেল।
সভায় উপস্থিত ছিলেন চিওড়া আজগরিয়া ফাজিল মাদ্রাসার ভারপ্রাপ্ত প্রিন্সিপাল জনাব মো. সোলায়মান, মিলনমেলা বাস্তবায়ন কমিটির যুগ্ম আহ্বায়ক ও নজমিয়া কামিল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা মোহাম্মদ ইসমাইল।
এছাড়াও উপস্থিত ছিলেন মিলনমেলা বাস্তবায়ন কমিটির যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম পাটোয়ারী, যুগ্ম সদস্য সচিব বদিউল আলম ভূঁইয়া ও আবু মুসা, কোষাধ্যক্ষ মাওলানা মো. ইয়াকুব এবং সহ-কোষাধ্যক্ষ জহিরুল ইসলাম মজুমদার রাসেলসহ কমিটির অন্যান্য নেতৃবৃন্দ।
সভায় মিলনমেলা বাস্তবায়ন সংক্রান্ত নানা বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। বিশেষভাবে, আগামী ২ এপ্রিল, বুধবার, ঈদ পুনর্মিলনী আয়োজনের সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছে।
মাদ্রাসার ৭০ বছর পূর্তি উদযাপন ও মিলনমেলা সফল করতে কমিটি বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে। আয়োজনকে স্মরণীয় করে তুলতে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী, শিক্ষক ও শুভানুধ্যায়ীদের সম্পৃক্ত করার আহ্বান জানানো হয়।