কুমিল্লার চৌদ্দগ্রামের কনকাপৈত এলাকায় নূরমিয়া কলেজ সংলগ্ন পুরাতন ভূমি অফিসে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। স্থানীয়দের ভাষ্যমতে, আজ দুপুর আনুমানিক ২টার দিকে এ আগুনের সূত্রপাত ঘটে।
অগ্নিকাণ্ডে ভূমি অফিসের কাঠের দরজা-জানালা ও অন্যান্য আসবাবপত্র পুড়ে যায়। তবে নতুন ভূমি অফিস চালু হওয়ার পর গুরুত্বপূর্ণ নথিপত্র সেখানে স্থানান্তর করায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ নিশ্চিত হওয়া না গেলেও তদন্ত চলছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
স্থানীয়দের দাবি, পরিত্যক্ত ভবনটি দীর্ঘদিন ধরেই অরক্ষিত অবস্থায় ছিল। তাই ভবিষ্যতে এমন ঘটনা এড়াতে কর্তৃপক্ষের দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা।