কুমিল্লার চৌদ্দগ্রামে ভ্রাম্যমাণ আদালতের বিশেষ অভিযানে ‘লোকনাথ মিষ্টি ভান্ডার’ নামের একটি ব্যবসা প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (১১ মার্চ) দুপুরে চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জামাল হোসেনের নির্দেশনায় এবং সার্বিক তত্ত্বাবধানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমার নেতৃত্বে চৌদ্দগ্রাম বাজারে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে দেখা যায়, প্রতিষ্ঠানটি মেয়াদোত্তীর্ণ সুজি ব্যবহার করে মিষ্টান্ন তৈরি করছে এবং অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য সংরক্ষণ ও উৎপাদন করছে। এছাড়া, উৎপাদিত পণ্যের গায়ে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ না থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৪১ ধারা মোতাবেক প্রতিষ্ঠানটির মালিককে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।
চৌদ্দগ্রাম উপজেলা প্রশাসন জানিয়েছে, ভোক্তা অধিকার সংরক্ষণ এবং পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
অভিযানকালে পৌর সেনেটারি কর্মকর্তা মো. ইমাম হোসেন সজীব এবং থানা পুলিশের একটি টিম উপস্থিত থেকে সহায়তা করেন।