ঢাকা , সোমবার, ২৫ অগাস্ট ২০২৫, ১০ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo চৌদ্দগ্রাম বিএনপির সম্মেলনে আবদুর রাজ্জাক রাশেদের সাংগঠনিক সম্পাদক পদে মনোনয়ন সংগ্রহ Logo উদয়ন সংগীত একাডেমীর পাঁচ বছর পূর্তি উদযাপন Logo চৌদ্দগ্রামে বর্ণাঢ্য আয়োজনে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Logo ফরিদ আহমেদ শাহিন –সংগ্রামী জীবনের প্রতীক, প্রবাসেও যিনি লড়েছেন ফ্যাসিবাদের বিরুদ্ধে Logo বিএনপি’র পৌরসভা দ্বি-বার্ষিক সম্মেলনে সাধারণ সম্পাদক পদে প্রার্থী আমিনুল ইসলাম ছুটু Logo দোহা ভাই ,অসংখ্য মানুষের ভালোবাসায় বেঁচে থাকা এক গুণী মানুষ Logo চৌদ্দগ্রামে ত্যাগী নেতা আবদুর রাজ্জাক রাশেদ: বিএনপির নির্ভরযোগ্য ভরসা Logo গরিব দুঃখীর আপনজন, বিএনপি’র ফারুক ভাই: এক নিঃস্বার্থ সমাজসেবকের গল্প Logo চৌদ্দগ্রামে সাংবাদিক মামুনের রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া-মিলাদ অনুষ্ঠিত Logo চৌদ্দগ্রামে বিনাধান-১৯, ২১ ও ব্রি ধান-৪৮ এর মূল্যায়ন শীর্ষক মাঠ দিবস পালিত

ঢাকা উদ্বোধন হলো সিটিজি নিউজ ও সিটিজি ক্রাইম টিভি’র নতুন অফিস

সোমবার  বিকালে রাজধানীর ফকিরাপুলে ‘সিটিজি ক্রাইম টিভি’ এর নতুন হেড অফিসের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক আজগর আলী মানিকের নেতৃত্বে আয়োজিত এই বর্ণাঢ্য অনুষ্ঠানে জাতীয় ও স্থানীয় গণমাধ্যমের শীর্ষ প্রতিনিধিসহ দেশের নানা প্রান্ত থেকে আগত সাংবাদিকদের অংশগ্রহণে এক বিশাল মিলনমেলার সৃষ্টি হয়।

অনুষ্ঠানের সূচনা ও আনুষ্ঠানিক উদ্বোধন:

জাতীয় সংগীত ও সাংবাদিকদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে অনুষ্ঠানটির শুভ সূচনা হয়। এরপর প্রধান সম্পাদক আজগর আলী মানিক ফিতা কেটে নতুন কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন। তিনি উপস্থিত সকলকে শুভেচ্ছা জানান এবং তাঁর দীর্ঘ ১৬ বছরের সাংবাদিকতা জীবনের অভিজ্ঞতা ও চ্যালেঞ্জের কথা তুলে ধরেন।

উপস্থিত বিশিষ্ট ব্যক্তিবর্গ ও বক্তৃতা:

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রতিদিনের অপরাধ বিষয়ক রিপোর্টার মেহেদী হাসান, দৈনিক বাংলাদেশ সমাচারের স্টাফ রিপোর্টার এস এম জীবন, এশিয়ান টেলিভিশনের স্টাফ রিপোর্টার শাহজালাল উজ্জ্বলসহ বিভিন্ন গণমাধ্যমের পরিচিত মুখ। উপস্থিত ছিলেন সমাজের নানা স্তরের বিশিষ্ট ব্যবসায়ী, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং দেশের বিভিন্ন জেলা থেকে আগত সংবাদকর্মীরা। বিশেষভাবে আমন্ত্রিত ছিলেন নারী সাংবাদিকেরা, যাঁদের উপস্থিতি অনুষ্ঠানকে আরও তাৎপর্যপূর্ণ করে তোলে।

আজগর আলী মানিকের বক্তব্য:

প্রধান অতিথির বক্তব্যে আজগর আলী মানিক বলেন, সাংবাদিকতা আমার জীবনের ভালোবাসা, দায়িত্ব এবং লড়াই। গত ১৬ বছর ধরে আমরা সত্য, নিরপেক্ষতা ও সাহসিকতার সঙ্গে কাজ করে যাচ্ছি। এটি একক কোনো অর্জন নয়, এটি আমাদের সম্মিলিত প্রয়াস ও সংগ্রামের ফল। তিনি আরও জানান, বর্তমানে ‘সিটিজি ক্রাইম টিভি’ ও ‘সাপ্তাহিক সিটিজি নিউজ’এর ব্যানারে দেশজুড়ে প্রায় ৮,০০০ সংবাদকর্মী নিরলসভাবে কাজ করে চলেছেন। আমি চাই, সাংবাদিকতা হোক জনগণের মুখপাত্র, দুর্নীতির বিরুদ্ধে সবচেয়ে শক্তিশালী অস্ত্র।

আলোচনা সভা ও ভবিষ্যৎ পরিকল্পনা:

উদ্বোধনী পর্ব শেষে আয়োজন করা হয় এক মনোজ্ঞ আলোচনা সভা ও চা-চক্র। আলোচনায় অতিথিরা আজগর আলী মানিকের অবদান, সাহসিকতা ও নেতৃত্বকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। অনুষ্ঠানে ফুলেল শুভেচ্ছা ও আনন্দঘন পরিবেশে পুরো অফিস প্রাঙ্গণ মুখর হয়ে ওঠে।

অনুষ্ঠানের শেষ প্রান্তে মানিক ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানান, যার মধ্যে রয়েছে: ডিজিটাল প্ল্যাটফর্ম সম্প্রসারণ, নতুন জেলা প্রতিনিধিদের নিয়োগ, সংবাদকর্মীদের পেশাগত দক্ষতা উন্নয়ন।

‘সিটিজি ক্রাইম টিভি’ এর নতুন যাত্রা শুধু একটি অফিস উদ্বোধনের মধ্যে সীমাবদ্ধ নয়; এটি একটি বৃহৎ গণমাধ্যমিক আন্দোলনের প্রতীক। আজগর আলী মানিকের নেতৃত্বে এই প্রতিষ্ঠান আগামীতেও নির্ভীক, নিরপেক্ষ ও অনুসন্ধানী সাংবাদিকতায় একটি মাইলফলক হয়ে থাকবে, এমন প্রত্যাশা সকলের।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

চৌদ্দগ্রাম বিএনপির সম্মেলনে আবদুর রাজ্জাক রাশেদের সাংগঠনিক সম্পাদক পদে মনোনয়ন সংগ্রহ

ঢাকা উদ্বোধন হলো সিটিজি নিউজ ও সিটিজি ক্রাইম টিভি’র নতুন অফিস

আপডেট সময় ১০:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ মে ২০২৫

সোমবার  বিকালে রাজধানীর ফকিরাপুলে ‘সিটিজি ক্রাইম টিভি’ এর নতুন হেড অফিসের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক আজগর আলী মানিকের নেতৃত্বে আয়োজিত এই বর্ণাঢ্য অনুষ্ঠানে জাতীয় ও স্থানীয় গণমাধ্যমের শীর্ষ প্রতিনিধিসহ দেশের নানা প্রান্ত থেকে আগত সাংবাদিকদের অংশগ্রহণে এক বিশাল মিলনমেলার সৃষ্টি হয়।

অনুষ্ঠানের সূচনা ও আনুষ্ঠানিক উদ্বোধন:

জাতীয় সংগীত ও সাংবাদিকদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে অনুষ্ঠানটির শুভ সূচনা হয়। এরপর প্রধান সম্পাদক আজগর আলী মানিক ফিতা কেটে নতুন কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন। তিনি উপস্থিত সকলকে শুভেচ্ছা জানান এবং তাঁর দীর্ঘ ১৬ বছরের সাংবাদিকতা জীবনের অভিজ্ঞতা ও চ্যালেঞ্জের কথা তুলে ধরেন।

উপস্থিত বিশিষ্ট ব্যক্তিবর্গ ও বক্তৃতা:

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রতিদিনের অপরাধ বিষয়ক রিপোর্টার মেহেদী হাসান, দৈনিক বাংলাদেশ সমাচারের স্টাফ রিপোর্টার এস এম জীবন, এশিয়ান টেলিভিশনের স্টাফ রিপোর্টার শাহজালাল উজ্জ্বলসহ বিভিন্ন গণমাধ্যমের পরিচিত মুখ। উপস্থিত ছিলেন সমাজের নানা স্তরের বিশিষ্ট ব্যবসায়ী, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং দেশের বিভিন্ন জেলা থেকে আগত সংবাদকর্মীরা। বিশেষভাবে আমন্ত্রিত ছিলেন নারী সাংবাদিকেরা, যাঁদের উপস্থিতি অনুষ্ঠানকে আরও তাৎপর্যপূর্ণ করে তোলে।

আজগর আলী মানিকের বক্তব্য:

প্রধান অতিথির বক্তব্যে আজগর আলী মানিক বলেন, সাংবাদিকতা আমার জীবনের ভালোবাসা, দায়িত্ব এবং লড়াই। গত ১৬ বছর ধরে আমরা সত্য, নিরপেক্ষতা ও সাহসিকতার সঙ্গে কাজ করে যাচ্ছি। এটি একক কোনো অর্জন নয়, এটি আমাদের সম্মিলিত প্রয়াস ও সংগ্রামের ফল। তিনি আরও জানান, বর্তমানে ‘সিটিজি ক্রাইম টিভি’ ও ‘সাপ্তাহিক সিটিজি নিউজ’এর ব্যানারে দেশজুড়ে প্রায় ৮,০০০ সংবাদকর্মী নিরলসভাবে কাজ করে চলেছেন। আমি চাই, সাংবাদিকতা হোক জনগণের মুখপাত্র, দুর্নীতির বিরুদ্ধে সবচেয়ে শক্তিশালী অস্ত্র।

আলোচনা সভা ও ভবিষ্যৎ পরিকল্পনা:

উদ্বোধনী পর্ব শেষে আয়োজন করা হয় এক মনোজ্ঞ আলোচনা সভা ও চা-চক্র। আলোচনায় অতিথিরা আজগর আলী মানিকের অবদান, সাহসিকতা ও নেতৃত্বকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। অনুষ্ঠানে ফুলেল শুভেচ্ছা ও আনন্দঘন পরিবেশে পুরো অফিস প্রাঙ্গণ মুখর হয়ে ওঠে।

অনুষ্ঠানের শেষ প্রান্তে মানিক ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানান, যার মধ্যে রয়েছে: ডিজিটাল প্ল্যাটফর্ম সম্প্রসারণ, নতুন জেলা প্রতিনিধিদের নিয়োগ, সংবাদকর্মীদের পেশাগত দক্ষতা উন্নয়ন।

‘সিটিজি ক্রাইম টিভি’ এর নতুন যাত্রা শুধু একটি অফিস উদ্বোধনের মধ্যে সীমাবদ্ধ নয়; এটি একটি বৃহৎ গণমাধ্যমিক আন্দোলনের প্রতীক। আজগর আলী মানিকের নেতৃত্বে এই প্রতিষ্ঠান আগামীতেও নির্ভীক, নিরপেক্ষ ও অনুসন্ধানী সাংবাদিকতায় একটি মাইলফলক হয়ে থাকবে, এমন প্রত্যাশা সকলের।