ঢাকা , বৃহস্পতিবার, ২২ মে ২০২৫, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo বুধবার ‘মার্চ টু ঢাকা’, ৭ দফা দাবি পল্লী বিদ্যুৎ সমিতির কর্মীদের Logo দূষণমুক্ত বাংলাদেশ গড়তে পরিবেশ রক্ষায় তরুণদের আরো সক্রিয় হতে হবে,পরিবেশ উপদেষ্টা  Logo চৌদ্দগ্রামে বাংলাদেশ সাংবাদিক সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo বাংলাদেশ সেক্রেটারিয়েট জার্নালিস্ট অ্যাসোসিয়েশন’র কমিটি পুনর্গঠন সভাপতি রিয়াজ সম্পাদক নিজাম Logo চৌদ্দগ্রামে “প্রায়োগিক পরীক্ষণ মাঠে বিনা মুগ-৮ ও বারি মুগ-২ এর মূল্যায়ণ” শীর্ষক মাঠ দিবস অনুষ্ঠিত Logo জুলাই গণঅভ্যুত্থানের অডিও-ভিজ্যুয়াল দলিল সংগ্রহ ও সংরক্ষণে কাজ করবে বাংলাদেশ ফিল্ম আর্কাইভ : তথ্য সচিব Logo চা শ্রমিকদের সমস্যা সমাধানে শ্রমিক-মালিক ঐক্য গড়ার আহ্বান: শ্রম ও কর্মসংস্থান এবং নৌপরিবহন উপদেষ্টা Logo হিঙ্গুলা হাছানিয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ Logo তথ্য উপদেষ্টার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ Logo চৌদ্দগ্রামে ঘোলপাশা ইউনিয়ন ৩নং ওয়ার্ড জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদলের কর্মী সভা অনুষ্ঠিত 

ঢাকা উদ্বোধন হলো সিটিজি নিউজ ও সিটিজি ক্রাইম টিভি’র নতুন অফিস

সোমবার  বিকালে রাজধানীর ফকিরাপুলে ‘সিটিজি ক্রাইম টিভি’ এর নতুন হেড অফিসের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক আজগর আলী মানিকের নেতৃত্বে আয়োজিত এই বর্ণাঢ্য অনুষ্ঠানে জাতীয় ও স্থানীয় গণমাধ্যমের শীর্ষ প্রতিনিধিসহ দেশের নানা প্রান্ত থেকে আগত সাংবাদিকদের অংশগ্রহণে এক বিশাল মিলনমেলার সৃষ্টি হয়।

অনুষ্ঠানের সূচনা ও আনুষ্ঠানিক উদ্বোধন:

জাতীয় সংগীত ও সাংবাদিকদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে অনুষ্ঠানটির শুভ সূচনা হয়। এরপর প্রধান সম্পাদক আজগর আলী মানিক ফিতা কেটে নতুন কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন। তিনি উপস্থিত সকলকে শুভেচ্ছা জানান এবং তাঁর দীর্ঘ ১৬ বছরের সাংবাদিকতা জীবনের অভিজ্ঞতা ও চ্যালেঞ্জের কথা তুলে ধরেন।

উপস্থিত বিশিষ্ট ব্যক্তিবর্গ ও বক্তৃতা:

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রতিদিনের অপরাধ বিষয়ক রিপোর্টার মেহেদী হাসান, দৈনিক বাংলাদেশ সমাচারের স্টাফ রিপোর্টার এস এম জীবন, এশিয়ান টেলিভিশনের স্টাফ রিপোর্টার শাহজালাল উজ্জ্বলসহ বিভিন্ন গণমাধ্যমের পরিচিত মুখ। উপস্থিত ছিলেন সমাজের নানা স্তরের বিশিষ্ট ব্যবসায়ী, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং দেশের বিভিন্ন জেলা থেকে আগত সংবাদকর্মীরা। বিশেষভাবে আমন্ত্রিত ছিলেন নারী সাংবাদিকেরা, যাঁদের উপস্থিতি অনুষ্ঠানকে আরও তাৎপর্যপূর্ণ করে তোলে।

আজগর আলী মানিকের বক্তব্য:

প্রধান অতিথির বক্তব্যে আজগর আলী মানিক বলেন, সাংবাদিকতা আমার জীবনের ভালোবাসা, দায়িত্ব এবং লড়াই। গত ১৬ বছর ধরে আমরা সত্য, নিরপেক্ষতা ও সাহসিকতার সঙ্গে কাজ করে যাচ্ছি। এটি একক কোনো অর্জন নয়, এটি আমাদের সম্মিলিত প্রয়াস ও সংগ্রামের ফল। তিনি আরও জানান, বর্তমানে ‘সিটিজি ক্রাইম টিভি’ ও ‘সাপ্তাহিক সিটিজি নিউজ’এর ব্যানারে দেশজুড়ে প্রায় ৮,০০০ সংবাদকর্মী নিরলসভাবে কাজ করে চলেছেন। আমি চাই, সাংবাদিকতা হোক জনগণের মুখপাত্র, দুর্নীতির বিরুদ্ধে সবচেয়ে শক্তিশালী অস্ত্র।

আলোচনা সভা ও ভবিষ্যৎ পরিকল্পনা:

উদ্বোধনী পর্ব শেষে আয়োজন করা হয় এক মনোজ্ঞ আলোচনা সভা ও চা-চক্র। আলোচনায় অতিথিরা আজগর আলী মানিকের অবদান, সাহসিকতা ও নেতৃত্বকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। অনুষ্ঠানে ফুলেল শুভেচ্ছা ও আনন্দঘন পরিবেশে পুরো অফিস প্রাঙ্গণ মুখর হয়ে ওঠে।

অনুষ্ঠানের শেষ প্রান্তে মানিক ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানান, যার মধ্যে রয়েছে: ডিজিটাল প্ল্যাটফর্ম সম্প্রসারণ, নতুন জেলা প্রতিনিধিদের নিয়োগ, সংবাদকর্মীদের পেশাগত দক্ষতা উন্নয়ন।

‘সিটিজি ক্রাইম টিভি’ এর নতুন যাত্রা শুধু একটি অফিস উদ্বোধনের মধ্যে সীমাবদ্ধ নয়; এটি একটি বৃহৎ গণমাধ্যমিক আন্দোলনের প্রতীক। আজগর আলী মানিকের নেতৃত্বে এই প্রতিষ্ঠান আগামীতেও নির্ভীক, নিরপেক্ষ ও অনুসন্ধানী সাংবাদিকতায় একটি মাইলফলক হয়ে থাকবে, এমন প্রত্যাশা সকলের।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বুধবার ‘মার্চ টু ঢাকা’, ৭ দফা দাবি পল্লী বিদ্যুৎ সমিতির কর্মীদের

ঢাকা উদ্বোধন হলো সিটিজি নিউজ ও সিটিজি ক্রাইম টিভি’র নতুন অফিস

আপডেট সময় ১০:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ মে ২০২৫

সোমবার  বিকালে রাজধানীর ফকিরাপুলে ‘সিটিজি ক্রাইম টিভি’ এর নতুন হেড অফিসের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক আজগর আলী মানিকের নেতৃত্বে আয়োজিত এই বর্ণাঢ্য অনুষ্ঠানে জাতীয় ও স্থানীয় গণমাধ্যমের শীর্ষ প্রতিনিধিসহ দেশের নানা প্রান্ত থেকে আগত সাংবাদিকদের অংশগ্রহণে এক বিশাল মিলনমেলার সৃষ্টি হয়।

অনুষ্ঠানের সূচনা ও আনুষ্ঠানিক উদ্বোধন:

জাতীয় সংগীত ও সাংবাদিকদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে অনুষ্ঠানটির শুভ সূচনা হয়। এরপর প্রধান সম্পাদক আজগর আলী মানিক ফিতা কেটে নতুন কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন। তিনি উপস্থিত সকলকে শুভেচ্ছা জানান এবং তাঁর দীর্ঘ ১৬ বছরের সাংবাদিকতা জীবনের অভিজ্ঞতা ও চ্যালেঞ্জের কথা তুলে ধরেন।

উপস্থিত বিশিষ্ট ব্যক্তিবর্গ ও বক্তৃতা:

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রতিদিনের অপরাধ বিষয়ক রিপোর্টার মেহেদী হাসান, দৈনিক বাংলাদেশ সমাচারের স্টাফ রিপোর্টার এস এম জীবন, এশিয়ান টেলিভিশনের স্টাফ রিপোর্টার শাহজালাল উজ্জ্বলসহ বিভিন্ন গণমাধ্যমের পরিচিত মুখ। উপস্থিত ছিলেন সমাজের নানা স্তরের বিশিষ্ট ব্যবসায়ী, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং দেশের বিভিন্ন জেলা থেকে আগত সংবাদকর্মীরা। বিশেষভাবে আমন্ত্রিত ছিলেন নারী সাংবাদিকেরা, যাঁদের উপস্থিতি অনুষ্ঠানকে আরও তাৎপর্যপূর্ণ করে তোলে।

আজগর আলী মানিকের বক্তব্য:

প্রধান অতিথির বক্তব্যে আজগর আলী মানিক বলেন, সাংবাদিকতা আমার জীবনের ভালোবাসা, দায়িত্ব এবং লড়াই। গত ১৬ বছর ধরে আমরা সত্য, নিরপেক্ষতা ও সাহসিকতার সঙ্গে কাজ করে যাচ্ছি। এটি একক কোনো অর্জন নয়, এটি আমাদের সম্মিলিত প্রয়াস ও সংগ্রামের ফল। তিনি আরও জানান, বর্তমানে ‘সিটিজি ক্রাইম টিভি’ ও ‘সাপ্তাহিক সিটিজি নিউজ’এর ব্যানারে দেশজুড়ে প্রায় ৮,০০০ সংবাদকর্মী নিরলসভাবে কাজ করে চলেছেন। আমি চাই, সাংবাদিকতা হোক জনগণের মুখপাত্র, দুর্নীতির বিরুদ্ধে সবচেয়ে শক্তিশালী অস্ত্র।

আলোচনা সভা ও ভবিষ্যৎ পরিকল্পনা:

উদ্বোধনী পর্ব শেষে আয়োজন করা হয় এক মনোজ্ঞ আলোচনা সভা ও চা-চক্র। আলোচনায় অতিথিরা আজগর আলী মানিকের অবদান, সাহসিকতা ও নেতৃত্বকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। অনুষ্ঠানে ফুলেল শুভেচ্ছা ও আনন্দঘন পরিবেশে পুরো অফিস প্রাঙ্গণ মুখর হয়ে ওঠে।

অনুষ্ঠানের শেষ প্রান্তে মানিক ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানান, যার মধ্যে রয়েছে: ডিজিটাল প্ল্যাটফর্ম সম্প্রসারণ, নতুন জেলা প্রতিনিধিদের নিয়োগ, সংবাদকর্মীদের পেশাগত দক্ষতা উন্নয়ন।

‘সিটিজি ক্রাইম টিভি’ এর নতুন যাত্রা শুধু একটি অফিস উদ্বোধনের মধ্যে সীমাবদ্ধ নয়; এটি একটি বৃহৎ গণমাধ্যমিক আন্দোলনের প্রতীক। আজগর আলী মানিকের নেতৃত্বে এই প্রতিষ্ঠান আগামীতেও নির্ভীক, নিরপেক্ষ ও অনুসন্ধানী সাংবাদিকতায় একটি মাইলফলক হয়ে থাকবে, এমন প্রত্যাশা সকলের।