হোসাইন মামুন স্টাফ রিপোর্টার
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক, বিশিষ্ট লেখক ও গবেষক এবং আইবি (Institute of Business) এর প্রতিষ্ঠাকালীন চেয়ারম্যান অধ্যাপক ড. আব্দুল জলিল চৌধুরী জামাল ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি আজ (৮ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর মিরপুরে নিজ বাসভবনে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর।
প্রফেসর আব্দুল জলিল চৌধুরী কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার ফালগুনকরা গ্রামের কৃতী সন্তান ছিলেন। তিনি ছিলেন একজন নিবেদিতপ্রাণ শিক্ষক, গবেষক ও সমাজসেবক। ব্যক্তিগত জীবনে তিনি অবিবাহিত ছিলেন এবং সারাজীবন জ্ঞানচর্চায় নিজেকে নিয়োজিত রেখেছিলেন।
মরহুমের নামাজে জানাজা আজ রাত ১১টায় তার গ্রামের বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রামের ফালগুনকরায় অনুষ্ঠিত হবে। জানাজায় অংশ নিতে পরিবারের পক্ষ থেকে আত্মীয়-স্বজন, শুভানুধ্যায়ী ও এলাকার সকল ধর্মপ্রাণ মুসলমানদের উপস্থিত থাকার জন্য বিশেষ অনুরোধ জানানো হয়েছে।
আল্লাহ তাআলা তাকে জান্নাতুল ফেরদাউস দান করুন। আমিন।