কুমিল্লার চৌদ্দগ্রামে সম্মিলিত স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে এক বিশাল গণ ইফতারের আয়োজন করা হয়েছে। ২৩ মার্চ, সোমবার চৌদ্দগ্রাম হাই স্কুল মাঠে অনুষ্ঠিত এই ইফতার মাহফিলে প্রায় ৬০০ ধর্মপ্রাণ মুসল্লি অংশগ্রহণ করেন।
ইফতার অনুষ্ঠানে বিশেষ মোনাজাত পরিচালনা করেন চৌদ্দগ্রাম উপজেলা মডেল মসজিদের খতিব মুফতি আব্দুর রহিম। মোনাজাতে মুসলিম উম্মাহর শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনায় দোয়া করা হয়।
প্রসঙ্গত, ২০২৪ সালে প্রথমবারের মতো চৌদ্দগ্রাম হাই স্কুল মাঠে এই গণ ইফতারের আয়োজন করা হয়েছিল। তারই ধারাবাহিকতায় ২০২৫ সালের রমজানে আবারও সম্মিলিত স্বেচ্ছাসেবী সংগঠনগুলো এ উদ্যোগ গ্রহণ করে।
এই মহতী আয়োজনে নেতৃত্ব দেন হিউম্যানিটি অর্গানাইজেশন চৌদ্দগ্রামের প্রতিষ্ঠাতা মোঃ সাকিল, স্বপ্নপূরণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মোশাররফ হোসেন, চিওড়া ব্লাড ডোনেশন গ্রুপের সভাপতি নয়ন হোসেন এবং পাঁচড়া জনকল্যাণ সংস্থার সভাপতি মোঃ সুমন। তাদের পাশাপাশি চৌদ্দগ্রামের আরও বহু স্বেচ্ছাসেবী সংগঠন এ মহতী উদ্যোগে অংশ নেয়।
স্থানীয়দের মতে, এই আয়োজন চৌদ্দগ্রামের সামাজিক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধকে আরও দৃঢ় করেছে। আয়োজকরা জানান, ভবিষ্যতেও তারা এই গণ ইফতারের আয়োজন চালিয়ে যেতে চান।