কুমিল্লা টাউন হলে নাঙ্গলকোট ফোরামের উদ্যোগে এক বিশাল ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে বিভিন্ন পর্যায়ের বিশিষ্ট ব্যক্তিবর্গ, রাজনীতিবিদ, সমাজসেবক, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগরের আমীর কাজী দ্বীন মোহাম্মদ। তিনি তাঁর বক্তব্যে সমাজের কল্যাণে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান এবং রমজানের শিক্ষাকে ব্যক্তি ও সমাজ জীবনে বাস্তবায়নের গুরুত্ব তুলে ধরেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা ইয়াছিন আরাফাত। তিনি বলেন, “রমজান আত্মশুদ্ধির মাস। এই মাসে আমাদের নিজেদের চারিত্রিক ও নৈতিক উন্নয়ন ঘটাতে হবে।”
এছাড়া ঢাকাস্থ নাঙ্গলকোট ফোরামের সভাপতি ড. দেলোয়ার হোসেন ইফতার মাহফিলে উপস্থিত থেকে ফোরামের কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন। তিনি নাঙ্গলকোটের মানুষের কল্যাণে কাজ করে যাওয়ার প্রতিশ্রুতি দেন এবং সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষাবিদ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। ইফতার মাহফিল শেষে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
এই আয়োজনে নাঙ্গলকোট ফোরামের সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও সক্রিয় সহযোগিতার জন্য আয়োজক কমিটি সবাইকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও এ ধরনের মহতী উদ্যোগ অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।