কুমিল্লার চৌদ্দগ্রাম বাজারস্থ আবুল হাশেম জনকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে গরীব ও অসহায় ৭০টি পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। পরে স্থানীয় একটি মাদরাসায় শিক্ষক ও ছাত্রদের নিয়ে এক হৃদয়ছোঁয়া ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার বিকেলে অনুষ্ঠিত ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম সরকারি কলেজের সাবেক ভিপি সাহাব উদ্দিন। ফাউন্ডেশনের চেয়ারম্যান, সুপ্রীমকোর্টের আইনজীবি ও মোটিভেশনাল স্পিকার আল মামুন রাসেলের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অধ্যাপক শফিকুর রহমান, চৌদ্দগ্রাম পৌরসভা জামায়াতের সেক্রেটারী মোশারফ হোসেন ওপেল, যুবনেতা জামাল উদ্দিন, হোসাইন আহমেদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বক্তারা প্রয়াত আবুল হাশেমের মানবসেবামূলক কাজের স্মৃতিচারণ করেন এবং তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।
উল্লেখ্য, গত ৮ ফেব্রুয়ারি সকালে চৌদ্দগ্রাম বাজারস্থ নিজ বাড়িতে সুপ্রীমকোর্টের আইনজীবি ও মোটিভেশনাল স্পিকার আল মামুন রাসেলের পিতা আবুল হাশেম ইন্তেকাল করেন। ওইদিন বিকেলে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদরাসা মাঠে নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
তার স্মরণে আয়োজিত এই ইফতার বিতরণ কর্মসূচিতে উপস্থিত ব্যক্তিরা জানান, আবুল হাশেম জনকল্যাণ ফাউন্ডেশন ভবিষ্যতেও অসহায় মানুষের পাশে দাঁড়াবে এবং দুঃস্থদের জন্য বিভিন্ন মানবকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করবে।
আল মামুন রাসেল বলেন,
“আমার বাবা ছিলেন সমাজসেবী। তিনি সবসময় অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়াতেন। আমরা তার দেখানো পথ অনুসরণ করে মানুষের সেবায় কাজ করতে চাই। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।”
স্থানীয়দের মধ্যে এ আয়োজন প্রশংসিত হয়েছে এবং তারা ফাউন্ডেশনের এ ধরনের মহতী উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন।