গতকাল ১৪ মার্চ রাজধানীর খিলগাঁও মডেল কলেজের সামনে সংগঠনের সভাপতি সাইফুল ইসলাম রুমি ও সদস্য সচিব সামিউল সরকারের নেতৃত্বে এ ইফতার বিতরণ করা হয়।
এ সময় ২০ জন সেচ্ছাসেবীর উপস্থিতিতে শতাধিক মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, খিলগাঁও মডেল বিশ্ববিদ্যালয় কলেজে প্রিন্সিপাল এবং KMUC blood donation club উপদেষ্টা ইমাম জাফর, খিলগাঁও মডেল কলেজ ছাত্রদলের আহবায়ক এবং মডেলিয়ান এক্সপ্রেস এর প্রতিষ্ঠাতা মামুন, খিলগাঁও মডেল কলেজ ছাত্রদলের সদস্য সচিব ফারুক, এডমিন পরিচালক আল আসওয়াদ ঢালী, যুগ্ম সচিব আসিবুল হাসান এবং KMUC blood donation club এর অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।