বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, জামায়াতে ইসলামীই একমাত্র দল, যার নেতাকর্মীদের বিরুদ্ধে দুর্নীতি, ধর্ষণ, সন্ত্রাস বা চাঁদাবাজির অভিযোগ নেই। এ কারণেই এই দলই পারবে জাতির প্রত্যাশিত একটি কল্যাণমুখী ও মানবিক রাষ্ট্র গঠন করতে।
রবিবার (১৬ মার্চ) সন্ধ্যায় চৌদ্দগ্রাম পৌরসভা জামায়াত আয়োজিত “রমজানের তাৎপর্য” শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. তাহের আরও বলেন, “জামায়াতে ইসলামী ক্ষমতার জন্য রাজনীতি করে না, বরং ন্যায়বিচারভিত্তিক ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠাই আমাদের লক্ষ্য। আমাদের আদর্শিক নেতা মাওলানা সাইয়্যেদ আবুল আ’লা মওদূদী (রহ.) কখনো ব্যক্তিগত স্বার্থে রাজনীতি করেননি। আমরাও সেই আদর্শেই এগিয়ে চলেছি।”
ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন চৌদ্দগ্রাম পৌরসভা জামায়াতের আমীর মোহাম্মদ ইব্রাহিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমীর অ্যাডভোকেট মো. শাহজাহান।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমীর মো. মাহফুজুর রহমান, সাবেক উপজেলা আমীর ভিপি শাহাবুদ্দিন, উপজেলা জামায়াতের সেক্রেটারি বেলাল হোসাইন, সাবেক চেয়ারম্যান আবুল কাশেম, নুরুজ্জামান খোকন, ইকবাল হোসেন মজুমদার, চিওড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু তাহের।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন চৌদ্দগ্রাম পৌরসভা জামায়াতের সেক্রেটারি মোশারেফ হোসেন ওপেল।
এ সময় বক্তারা দেশ ও জাতির কল্যাণে জামায়াতে ইসলামীকে শক্তিশালী করার আহ্বান জানান এবং ইসলামি মূল্যবোধ প্রতিষ্ঠার লক্ষ্যে ঐক্যবদ্ধ থাকার তাগিদ দেন।
অনুষ্ঠান শেষে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন শহিদ সাহাব উদ্দিন পাটোয়ারীর সম্মানিত পিতা মাওলানা জয়নাল আবেদীন পাটোয়ারী।