ঢাকা , বৃহস্পতিবার, ২২ মে ২০২৫, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo মিরপুরে পানি উন্নয়ন বোর্ডের অভিযানে ১০০ একর জায়গা উদ্ধার Logo র‌্যাব সদস্যদের অতীত ভুলে নতুন উদ্যমে কাজ করার আহ্বান,স্বরাষ্ট্র উপদেষ্টার Logo বুধবার ‘মার্চ টু ঢাকা’, ৭ দফা দাবি পল্লী বিদ্যুৎ সমিতির কর্মীদের Logo দূষণমুক্ত বাংলাদেশ গড়তে পরিবেশ রক্ষায় তরুণদের আরো সক্রিয় হতে হবে,পরিবেশ উপদেষ্টা  Logo চৌদ্দগ্রামে বাংলাদেশ সাংবাদিক সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo বাংলাদেশ সেক্রেটারিয়েট জার্নালিস্ট অ্যাসোসিয়েশন’র কমিটি পুনর্গঠন সভাপতি রিয়াজ সম্পাদক নিজাম Logo চৌদ্দগ্রামে “প্রায়োগিক পরীক্ষণ মাঠে বিনা মুগ-৮ ও বারি মুগ-২ এর মূল্যায়ণ” শীর্ষক মাঠ দিবস অনুষ্ঠিত Logo জুলাই গণঅভ্যুত্থানের অডিও-ভিজ্যুয়াল দলিল সংগ্রহ ও সংরক্ষণে কাজ করবে বাংলাদেশ ফিল্ম আর্কাইভ : তথ্য সচিব Logo চা শ্রমিকদের সমস্যা সমাধানে শ্রমিক-মালিক ঐক্য গড়ার আহ্বান: শ্রম ও কর্মসংস্থান এবং নৌপরিবহন উপদেষ্টা Logo হিঙ্গুলা হাছানিয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ

চৌদ্দগ্রামে ৫ লাখ টাকা চাঁদা না দেয়ায় ইটভাটা বন্ধের হুমকি, থানায় অভিযোগ

কুমিল্লার চৌদ্দগ্রামে দাবিকৃত ৫ লাখ টাকা চাঁদা না দেয়ায় নিহা ব্রিকস্ ফিল্ড বন্ধের হুমকি দিয়েছে সংঘবদ্ধ চক্র। চাঁদা না পেয়ে পরিবেশের ক্ষতি হচ্ছে-এমন অভিযোগ করে বিভিন্ন দপ্তরে লিখিত চিঠি দিয়েছে তারা। এর প্রতিকার চেয়ে চক্রের তিন সদস্যের বিরুদ্ধে থানায় একটি অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী কাশিনগর ইউনিয়নের জুগিরকান্দি মৌজায় অবস্থিত নিহা ব্রিকস্ এর মালিক মোঃ নাদিম।

 

থানায় অভিযোগ সূত্রে জানা যায়, কাশিনগর ইউনিয়নের দাতামা গ্রামের আবদুল্লাহ আল মানছুর, জুগিরকান্দি গ্রামের আবদুল কাদের ও রুহুল আমিন দীর্ঘদিন ধরে কৌশলে নিহা ব্রিকস্ এর মালিক মোঃ নাদিমের নিকট চাঁদা দাবি করে। এরই ধারাবাহিকতায় চক্রটি বিভিন্ন লোক মাধ্যমে হুমকি ধমকি প্রদান করে। সর্বশেষ গত ২৭ ফেব্রুয়ারি সন্ধ্যায় আবদুল্লাহ আল মানছুর, রুহুল আমিন ও আবদুল কাদেরসহ অজ্ঞাতনামা আরও ৭-৮ জন নিহা ব্রিকসের অফিস কক্ষে প্রবেশ করে মালিকের ভাই নাহিদ ও ওমর ফারুকের নিকট ৫ লাখ টাকা চাঁদা দাবি করে। এ সময় চাঁদা দিতে অস্বীকৃতি জানালে সংঘবদ্ধ আক্রমণ করে এবং প্রকাশ্যে হুমকি দেয়, চাঁদার টাকা না দিলে নিহা ব্রিকস্ বন্ধ করে দিবে। কোন শ্রমিককে কাজ করতে দিবে না এবং ফিল্ডের মালামাল নষ্ট করে ব্যাপক ক্ষতি সাধন করবে বলে ঘটনাস্থল ত্যাগ করে। আবদুল্লাহ আল মানছুরসহ চক্রটি বিভিন্ন সরকারি অফিসে নিহা ব্রিকসের নামে নানা ধরনের মিথ্যা বানোয়াট অভিযোগ ও আপত্তি করে হয়রানী করছে।

সোমবার দাতামা গ্রামের জসিম উদ্দিন বলেন, আমাদের বাড়ি থেকে অনেক দূরে অবস্থিত নিহা ব্রিকস। এটার কারণে এলাকার কোন ক্ষতি হচ্ছে না।

জয়নাল আবেদীন নামের একজন বলেন, নিহা ব্রিকসের দেড় কিলোমিটারের ভিতরে সবুজের সমারোহ। এর আশপাশে জনবসতি নেই।

আলকাছ নামের এক কৃষক বলেন, আমাদের এলাকায় মাত্র একটি ইটভাটা রয়েছে। নিহা ব্রিকস্ ফিল্ডের চারদিকে সুন্দর পরিবেশ। যা চৌদ্দগ্রামের কোথাও আছে বলে মনে হয় না।

অলিপুর গ্রামের ড্রাইভার আমিন বলেন, ব্রিকস্ ফিল্ড থেকে দেড় কিলোমিটার দূরে অবস্থিত প্রাথমিক বিদ্যালয়। চাঁদার টাকা না পেয়ে স্থানীয় কিছু লোক ব্রিকস ফিল্ডের বিরুদ্ধে প্রপাগান্ডা করছে।

অভিযোগের বিষয়ে আবদুল্লাহ আল মানছুর বলেন, ‘নিহা ব্রিকস্ ফিল্ডের মালিকপক্ষ ফসলি জমি ও খালের মাটি কেটে নিয়ে যাচ্ছে। স্থানীয় লোকজন তাতে বাধা দিয়েছে। কোন প্রকার চাঁদা দাবি করা হয়নি’।

চৌদ্দগ্রাম থানার উপ-পরিদর্শক শওকত হোসেন বলেন, ‘চাঁদা সংক্রান্ত একটি অভিযোগ হাতে পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে’।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মিরপুরে পানি উন্নয়ন বোর্ডের অভিযানে ১০০ একর জায়গা উদ্ধার

চৌদ্দগ্রামে ৫ লাখ টাকা চাঁদা না দেয়ায় ইটভাটা বন্ধের হুমকি, থানায় অভিযোগ

আপডেট সময় ০৭:৫৯ অপরাহ্ন, সোমবার, ১৭ মার্চ ২০২৫

কুমিল্লার চৌদ্দগ্রামে দাবিকৃত ৫ লাখ টাকা চাঁদা না দেয়ায় নিহা ব্রিকস্ ফিল্ড বন্ধের হুমকি দিয়েছে সংঘবদ্ধ চক্র। চাঁদা না পেয়ে পরিবেশের ক্ষতি হচ্ছে-এমন অভিযোগ করে বিভিন্ন দপ্তরে লিখিত চিঠি দিয়েছে তারা। এর প্রতিকার চেয়ে চক্রের তিন সদস্যের বিরুদ্ধে থানায় একটি অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী কাশিনগর ইউনিয়নের জুগিরকান্দি মৌজায় অবস্থিত নিহা ব্রিকস্ এর মালিক মোঃ নাদিম।

 

থানায় অভিযোগ সূত্রে জানা যায়, কাশিনগর ইউনিয়নের দাতামা গ্রামের আবদুল্লাহ আল মানছুর, জুগিরকান্দি গ্রামের আবদুল কাদের ও রুহুল আমিন দীর্ঘদিন ধরে কৌশলে নিহা ব্রিকস্ এর মালিক মোঃ নাদিমের নিকট চাঁদা দাবি করে। এরই ধারাবাহিকতায় চক্রটি বিভিন্ন লোক মাধ্যমে হুমকি ধমকি প্রদান করে। সর্বশেষ গত ২৭ ফেব্রুয়ারি সন্ধ্যায় আবদুল্লাহ আল মানছুর, রুহুল আমিন ও আবদুল কাদেরসহ অজ্ঞাতনামা আরও ৭-৮ জন নিহা ব্রিকসের অফিস কক্ষে প্রবেশ করে মালিকের ভাই নাহিদ ও ওমর ফারুকের নিকট ৫ লাখ টাকা চাঁদা দাবি করে। এ সময় চাঁদা দিতে অস্বীকৃতি জানালে সংঘবদ্ধ আক্রমণ করে এবং প্রকাশ্যে হুমকি দেয়, চাঁদার টাকা না দিলে নিহা ব্রিকস্ বন্ধ করে দিবে। কোন শ্রমিককে কাজ করতে দিবে না এবং ফিল্ডের মালামাল নষ্ট করে ব্যাপক ক্ষতি সাধন করবে বলে ঘটনাস্থল ত্যাগ করে। আবদুল্লাহ আল মানছুরসহ চক্রটি বিভিন্ন সরকারি অফিসে নিহা ব্রিকসের নামে নানা ধরনের মিথ্যা বানোয়াট অভিযোগ ও আপত্তি করে হয়রানী করছে।

সোমবার দাতামা গ্রামের জসিম উদ্দিন বলেন, আমাদের বাড়ি থেকে অনেক দূরে অবস্থিত নিহা ব্রিকস। এটার কারণে এলাকার কোন ক্ষতি হচ্ছে না।

জয়নাল আবেদীন নামের একজন বলেন, নিহা ব্রিকসের দেড় কিলোমিটারের ভিতরে সবুজের সমারোহ। এর আশপাশে জনবসতি নেই।

আলকাছ নামের এক কৃষক বলেন, আমাদের এলাকায় মাত্র একটি ইটভাটা রয়েছে। নিহা ব্রিকস্ ফিল্ডের চারদিকে সুন্দর পরিবেশ। যা চৌদ্দগ্রামের কোথাও আছে বলে মনে হয় না।

অলিপুর গ্রামের ড্রাইভার আমিন বলেন, ব্রিকস্ ফিল্ড থেকে দেড় কিলোমিটার দূরে অবস্থিত প্রাথমিক বিদ্যালয়। চাঁদার টাকা না পেয়ে স্থানীয় কিছু লোক ব্রিকস ফিল্ডের বিরুদ্ধে প্রপাগান্ডা করছে।

অভিযোগের বিষয়ে আবদুল্লাহ আল মানছুর বলেন, ‘নিহা ব্রিকস্ ফিল্ডের মালিকপক্ষ ফসলি জমি ও খালের মাটি কেটে নিয়ে যাচ্ছে। স্থানীয় লোকজন তাতে বাধা দিয়েছে। কোন প্রকার চাঁদা দাবি করা হয়নি’।

চৌদ্দগ্রাম থানার উপ-পরিদর্শক শওকত হোসেন বলেন, ‘চাঁদা সংক্রান্ত একটি অভিযোগ হাতে পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে’।