ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে ইসলামী ছাত্রশিবির চৌদ্দগ্রাম উপজেলা শাখার উদ্যোগে এক আলোচনা সভা ও সাধারণ ছাত্রদের মাঝে কোরআন উপহার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবির কুমিল্লা জেলা দক্ষিণ শাখার সভাপতি মহি উদ্দিন রনি। উপজেলা সভাপতি মোজাম্মেল হকের সভাপতিত্বে ও উপজেলা সেক্রেটারি রিফাতুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা এইচ আর ডি সম্পাদক ইকবাল হোসাইন বাবলু, নুর উদ্দিন মাহবুব ও জমায়েত নেতা লিয়াকত শিকদার প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বদর যুদ্ধের ঐতিহাসিক গুরুত্ব ও শিক্ষার বিষয়ে আলোচনা করেন এবং কোরআন অধ্যয়নের মাধ্যমে সমাজে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার আহ্বান জানান। শেষে সাধারণ ছাত্রদের মাঝে কোরআন উপহার প্রদান করা হয়।
উল্লেখ্য, ইসলামী ছাত্রশিবির প্রতি বছর বদর দিবস উপলক্ষে এ ধরনের কর্মসূচি আয়োজন করে থাকে।