কুমিল্লা চৌদ্দগ্রামে ‘করপাটি হাজী মনির উদ্দীন আদর্শ বালিকা বিদ্যালয়’ এর নবগঠিত এডহক কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৩ মার্চ) সকালে বিদ্যালয় হলরুমে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ‘করপাটি হাজী মনির উদ্দীন আদর্শ বালিকা বিদ্যালয়’ এর নবগঠিত কমিটির সভাপতি কাজী মো: বশির আহমেদ। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: শাহআলম, শিক্ষক প্রতিনিধি মো: ইব্রািহিম খলিল সহ বিদ্যালয়ের শিক্ষক মন্ডলী। এ সময় নবগঠিত কমিটির সভাপতি কাজী মো: বশির আহমেদ সহ অন্যান্য সদস্যদেরকে ফুলেল শুভেচ্ছা জানান বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।