ঢাকা , সোমবার, ০৭ জুলাই ২০২৫, ২৩ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo চৌদ্দগ্রামে যৌথবাহিনীর অভিযানে গাঁজা-ইয়াবা সহ চিহিৃত ৪ মাদক কারবারি আটক Logo চৌদ্দগ্রামে মৃত ভাইয়ের লাশ নিয়ে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় মারা গেলো আরও ২ ভাই Logo চৌদ্দগ্রাম সীমান্তবর্তী এলাকায় ভারতীয় নাগরিক আটক  Logo চৌদ্দগ্রামে খাল থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার Logo কুমিল্লা মুরাদনগরে এক পরিবারের ৩ জনকে হত্যা Logo চৌদ্দগ্রামে ইসলামিয়া চক্ষু হাসপাতাল ও ফ্যাকো সেন্টারের উদ্বোধন Logo চৌদ্দগ্রামে এক নারীকে গলা কেটে হত্যাচেষ্টা, রং মিস্ত্রি আটক Logo দেশব্যাপী জিরো টলারেন্স অভিযান: পুলিশের পেশাদারিত্বে ফিরছে জনআস্থা Logo শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের সমন্বিত প্রচেষ্টায় উন্নত হবে শিক্ষার মান : চৌদ্দগ্রামে সেতু সচিব আব্দুর রউফ Logo চৌদ্দগ্রামে কালিকাপুর ইউনিয়ন ১ ও ৬নং ওয়ার্ড বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত 

চৌদ্দগ্রামে সীমান্তে বিজিবির উপর হামলার ঘটনায় দুই মাদক ব্যাবসায়ী গ্রেপ্তার

কুমিল্লার চৌদ্দগ্রামের ঘোলপাশা ইউনিয়নের ভারত সীমান্তবর্তী সালুকিয়া গ্রামে বিজিবি উপর মাদক ব্যাবসায়ীদের হামলার ঘটনায় দুই মাদক ব্যাবসায়ীকে গ্রেপ্তার করেছে চৌদ্দগ্রাম থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো উপজেলা ঘোলপাশা ইউনিয়নের আমানগন্ডা শালুকিয়া গ্রামের মৃত আবদুল হকের ছেলে খোকন (৪৭), বাবুল মিয়ার ছেলে আল আমিন (২০)। তারা মামলার এজাহার ভুক্ত আসামি।

বৃহস্পতিবার (০১ মে) দুপুরে তথ্যটি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মো হিলাল উদ্দিন আহমেদ।

হামলার ঘটনায় গত শুক্রবার (১৮ এপ্রিল) সকালে বিজিবির ক্যাম্প কমান্ডার মোঃ আবু জাফর বাদী হয়ে ৮ জনের নাম উল্লেখ করে ৪৮ জনের বিরুদ্ধে থানায় মামলা করেন।

বিজিবির আমানগন্ডা বিওপির নায়েক মোঃ আবু জাফর মামলায় উল্লেখ করেন, বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টায় সীমান্ত জনগণের নিরাপত্তা বিধান, মাদকদ্রব্য ও অবৈধ অস্ত্র উদ্ধার, চোরাচালান, নারী-শিশু পাচার এবং অবৈধ পারাপার প্রতিরোধে আমানগন্ডা বিওপির একটি টিম দক্ষিণ শালুকিয়া গ্রামস্থ সীমান্ত পিলার নং-২১০৬/৪ হতে বাংলাদেশের অনুমান ২০০ গজ অভ্যন্তরে ডিউটি করছিল। এ সময় বিজিবি সীমান্তে স্থাপিত বৈদ্যুতিক পিলারের লাইটের আলোতে দেখতে পায়, অজ্ঞাত ৩ ব্যক্তি তাদের মাথায় কোনো বস্তু নিয়া ভারতীয় সীমান্তের দিক থেকে বাংলাদেশের অভ্যন্তরে দৌঁড়ে আসছে। তখন বিজিবি টর্চ লাইট দ্বারা অজ্ঞাত ব্যক্তিদের দিকে আলো এবং বাঁশির আওয়াজ দিয়ে তাদেরকে থামতে বলে। বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিা পালিয়ে যাওয়ার সময় ধাওয়া করলে তারা ধান ক্ষেতে বহনকৃত বস্তু ফেলে পালিয়ে যায়। পরে বিজিবি ধান ক্ষেতে তল্লাশি করে নীল রংয়ের প্লাস্টিকের প্যাকেটে খাকি স্কচটেপ দ্বারা প্যাঁচানো ১৬ কেজি গাঁজা উদ্ধার করে। বিজিবি তল্লাশীর সময় মাদক ব্যাবসায়াীরা স্থানীয় গ্রামের মানুষকে মিথ্যা তথ্য দিয়ে মাইকে অসৎ উদ্দেশ্যে একাধিকবার ঘোষণা করে যে, এলাকায় ডাকাত ঢুকেছে।

মামলায় বিজিবি আরো উল্লেখ করেন, পূর্ব পরিকল্পিতভাবে স্থানীয় নারী মাদক ব্যাবসায়ী আলেয়া বেগমের নেতৃত্বে ৩৫-৪০ জন রাম দা, ছেন দা, ট্যাটা, দা, লাঠিসোটা এবং মারাত্মক প্রাণঘাতি অস্ত্রশস্ত্র ও ইটপাটকেল নিয়ে উপর্যুপরি টর্চ লাইটের আলো জ¦ালিয়ে বিজিবিকে গালাগালি করাসহ হত্যার হুমকি প্রদর্শন করে। এক পর্যায়ে তারা বিজিবির উপর আক্রমণ চালিয়ে সরকারী কাজে বাধা প্রদান ও দাঙ্গার সৃষ্টি করে। মাদক চোরাকারবারিদের হামলায় বিজিবির ক্যাম্প কমান্ডার নায়েক মো আবু জাফর ও ল্যান্সনায়েক সাইদুল ইসলাম আহত হয়।

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ বলেন, বুধবার রাতে বিজিবির উপর হামলার ঘটনায় দুই মাদক ব্যাবসায়ীকে গ্রেপ্তার করে বৃহস্পতিবার দুপুরে তাঁদের আদালতে পাঠানো হয়। মালার অপর আসামিদের গ্রেফতারের জন্য পুলিশে অভিযান অব্যাহত রয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

চৌদ্দগ্রামে যৌথবাহিনীর অভিযানে গাঁজা-ইয়াবা সহ চিহিৃত ৪ মাদক কারবারি আটক

চৌদ্দগ্রামে সীমান্তে বিজিবির উপর হামলার ঘটনায় দুই মাদক ব্যাবসায়ী গ্রেপ্তার

আপডেট সময় ১০:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ মে ২০২৫

কুমিল্লার চৌদ্দগ্রামের ঘোলপাশা ইউনিয়নের ভারত সীমান্তবর্তী সালুকিয়া গ্রামে বিজিবি উপর মাদক ব্যাবসায়ীদের হামলার ঘটনায় দুই মাদক ব্যাবসায়ীকে গ্রেপ্তার করেছে চৌদ্দগ্রাম থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো উপজেলা ঘোলপাশা ইউনিয়নের আমানগন্ডা শালুকিয়া গ্রামের মৃত আবদুল হকের ছেলে খোকন (৪৭), বাবুল মিয়ার ছেলে আল আমিন (২০)। তারা মামলার এজাহার ভুক্ত আসামি।

বৃহস্পতিবার (০১ মে) দুপুরে তথ্যটি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মো হিলাল উদ্দিন আহমেদ।

হামলার ঘটনায় গত শুক্রবার (১৮ এপ্রিল) সকালে বিজিবির ক্যাম্প কমান্ডার মোঃ আবু জাফর বাদী হয়ে ৮ জনের নাম উল্লেখ করে ৪৮ জনের বিরুদ্ধে থানায় মামলা করেন।

বিজিবির আমানগন্ডা বিওপির নায়েক মোঃ আবু জাফর মামলায় উল্লেখ করেন, বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টায় সীমান্ত জনগণের নিরাপত্তা বিধান, মাদকদ্রব্য ও অবৈধ অস্ত্র উদ্ধার, চোরাচালান, নারী-শিশু পাচার এবং অবৈধ পারাপার প্রতিরোধে আমানগন্ডা বিওপির একটি টিম দক্ষিণ শালুকিয়া গ্রামস্থ সীমান্ত পিলার নং-২১০৬/৪ হতে বাংলাদেশের অনুমান ২০০ গজ অভ্যন্তরে ডিউটি করছিল। এ সময় বিজিবি সীমান্তে স্থাপিত বৈদ্যুতিক পিলারের লাইটের আলোতে দেখতে পায়, অজ্ঞাত ৩ ব্যক্তি তাদের মাথায় কোনো বস্তু নিয়া ভারতীয় সীমান্তের দিক থেকে বাংলাদেশের অভ্যন্তরে দৌঁড়ে আসছে। তখন বিজিবি টর্চ লাইট দ্বারা অজ্ঞাত ব্যক্তিদের দিকে আলো এবং বাঁশির আওয়াজ দিয়ে তাদেরকে থামতে বলে। বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিা পালিয়ে যাওয়ার সময় ধাওয়া করলে তারা ধান ক্ষেতে বহনকৃত বস্তু ফেলে পালিয়ে যায়। পরে বিজিবি ধান ক্ষেতে তল্লাশি করে নীল রংয়ের প্লাস্টিকের প্যাকেটে খাকি স্কচটেপ দ্বারা প্যাঁচানো ১৬ কেজি গাঁজা উদ্ধার করে। বিজিবি তল্লাশীর সময় মাদক ব্যাবসায়াীরা স্থানীয় গ্রামের মানুষকে মিথ্যা তথ্য দিয়ে মাইকে অসৎ উদ্দেশ্যে একাধিকবার ঘোষণা করে যে, এলাকায় ডাকাত ঢুকেছে।

মামলায় বিজিবি আরো উল্লেখ করেন, পূর্ব পরিকল্পিতভাবে স্থানীয় নারী মাদক ব্যাবসায়ী আলেয়া বেগমের নেতৃত্বে ৩৫-৪০ জন রাম দা, ছেন দা, ট্যাটা, দা, লাঠিসোটা এবং মারাত্মক প্রাণঘাতি অস্ত্রশস্ত্র ও ইটপাটকেল নিয়ে উপর্যুপরি টর্চ লাইটের আলো জ¦ালিয়ে বিজিবিকে গালাগালি করাসহ হত্যার হুমকি প্রদর্শন করে। এক পর্যায়ে তারা বিজিবির উপর আক্রমণ চালিয়ে সরকারী কাজে বাধা প্রদান ও দাঙ্গার সৃষ্টি করে। মাদক চোরাকারবারিদের হামলায় বিজিবির ক্যাম্প কমান্ডার নায়েক মো আবু জাফর ও ল্যান্সনায়েক সাইদুল ইসলাম আহত হয়।

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ বলেন, বুধবার রাতে বিজিবির উপর হামলার ঘটনায় দুই মাদক ব্যাবসায়ীকে গ্রেপ্তার করে বৃহস্পতিবার দুপুরে তাঁদের আদালতে পাঠানো হয়। মালার অপর আসামিদের গ্রেফতারের জন্য পুলিশে অভিযান অব্যাহত রয়েছে।