হোসাইন মামুন
চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি
চৌদ্দগ্রাম বয়েজ ক্লাব আয়োজিত ডবল ফ্রিজ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে চান্দিশকরা ফ্রেন্ডস ক্লাব। উত্তেজনাপূর্ণ ফাইনালে ফালগুনকরা এফডিসি ক্লাবকে ১-০ গোলে পরাজিত করে শিরোপা জিতে নেয় দলটি।
প্রতিযোগিতার ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয় বিপুলসংখ্যক দর্শকের উপস্থিতিতে, যেখানে প্রায় ১০-১৫ হাজার দর্শক খেলা উপভোগ করেন।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রহমত উল্লাহ। চৌদ্দগ্রাম বয়েজ ক্লাবের প্রতিষ্ঠাতা মো. খোরশেদ আলমের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের আমির মুহাম্মদ মাহফুজুর রহমান, চৌদ্দগ্রাম পৌরসভা বিএনপির আহ্বায়ক মো. হারুন অর রশিদ মজুমদার, চৌদ্দগ্রাম পৌরসভা জামায়াতের আমির মাওলানা মোহাম্মদ ইব্রাহিম, চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি কাজী মো. ইয়াছিন, চৌদ্দগ্রাম পৌরসভা জামায়াতের সেক্রেটারি মো. মোশারফ হোসেন ওপেল, শিক্ষানুরাগী ও সমাজসেবক মুহাম্মদ আমিনুল ইসলাম বাদশা, প্রতিষ্ঠাতা সদস্য চৌদ্দগ্রাম বয়েজ ক্লাব ও সাবেক কাউন্সিলর মো. কামাল হোসেন, চৌদ্দগ্রাম পৌরসভা বিএনপির সদস্য সচিব মো. শরিফুল ইসলাম দুলাল প্রমুখ।
চ্যাম্পিয়ন দলের পক্ষে চান্দিশকরা ফ্রেন্ডস ক্লাবের সভাপতি ডাক্তার কামরুল হাসান চ্যাম্পিয়ন ট্রফি ও সম্মাননা ক্রেস্ট গ্রহণ করেন।
রানার্সআপ ফালগুনকরা এফডিসি ক্লাবের সভাপতি মো. মোশারফ হোসেন রানার্সআপ ট্রফি ও সম্মাননা ক্রেস্ট গ্রহণ করেন।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রহমত উল্লাহ বলেন, “যুবসমাজকে খেলাধুলার প্রতি আরও অনুপ্রাণিত করতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উভয় দলের জন্য বিশেষ পুরস্কারের ব্যবস্থা করা হবে।”
ফুটবলপ্রেমীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও উত্তেজনাপূর্ণ ফাইনালের মাধ্যমে টুর্নামেন্টটি চৌদ্দগ্রামের ক্রীড়াঙ্গনে এক বিশেষ মাত্রা যোগ করেছে।