চৌদ্দগ্রাম মাধ্যমিক পাইলট বালিকা বিদ্যালয়ে GEEP Bangladesh-এর উদ্যোগে এক বিশেষ সচেতনতামূলক প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জামাল হোসেন এবং সহকারী প্রধান শিক্ষক শাকিলা সুলতানার সার্বিক সহযোগিতায় এ আয়োজন সম্পন্ন হয়।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জোন লিডার প্রবাল রহমান, কো-জোন লিডার সাকাওয়াত দিহান ও নুসরাত জাহান মনিরা। এছাড়াও কুমিল্লা জেলা লিডার ইসরাত জাহান ইরা এবং GEEP ভলেন্টিয়ার জাবেদা আক্তার ও জান্নাতুল ফেরদৌস তিশা প্রোগ্রাম পরিচালনায় সহায়তা করেন।প্রায় ৪০০ শিক্ষার্থীর উপস্থিতিতে অনুষ্ঠিত এ কর্মসূচি জাতীয় সংগীতের মাধ্যমে শুরু হয় এবং পরে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়। আলোচ্য বিষয়গুলোর মধ্যে ছিল—
ভ্রমণকন্যার চলমান প্রকল্প: ঢাকায় মেয়েদের জন্য আবাসন ব্যবস্থা, সাতার, স্কুটিং, ড্রাইভিং, কারাতে শেখার সুযোগ।
পরিবেশ ও পর্যটন: বাংলাদেশের পর্যটন কেন্দ্র এবং পরিবেশ সংরক্ষণ সম্পর্কে সচেতনতা।
স্বাস্থ্য ও নিরাপত্তা: বয়ঃসন্ধিকালীন স্বাস্থ্য সচেতনতা, গুড টাচ ও ব্যাড টাচ সম্পর্কে শিক্ষা।
নারীর ক্ষমতায়ন: বাল্যবিবাহ প্রতিরোধ, আত্মরক্ষা বিষয়ক প্রশিক্ষণ ও জেন্ডার ইক্যুইটি।
প্রোগ্রামের শেষ পর্যায়ে শিক্ষার্থীদের মধ্যে একটি কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে দশম শ্রেণির মানবিক বিভাগের এক শিক্ষার্থী প্রথম স্থান অর্জন করেন এবং তাকে পুরস্কৃত করা হয়।
উল্লেখ্য, গত ১৭ ফেব্রুয়ারি ফেলনা উচ্চ বিদ্যালয়ে GEEP Bangladesh-এর আরেকটি অনুরূপ প্রোগ্রাম অনুষ্ঠিত হয়, যেখানে ২৫৩ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছিল।
বিদ্যালয় কর্তৃপক্ষ ও অংশগ্রহণকারী শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে প্রোগ্রামটি সফলভাবে সম্পন্ন হয়।