বাংলাদেশ স্বাস্থ্য বিভাগীয় সরকারি গাড়ীচালক কল্যান সমিতির উদ্যেগে শপথ ও আলোচনা সভা অনুষ্ঠিত হতে হয়েছে। ২২ ফেব্রæয়ারী, শনিবার সকালে স্বাস্থ্য অধিদপ্তরের মেলা ঘর-১ (১৫ তলা) বাংলাদেশ স্বাস্থ্য বিভাগীয় সরকারি গাড়ীচালক কল্যান সমিতির উদ্যেগে স্বাস্থ্য বিভাটির গাড়ীচালক সমিতির পূর্ণঙ্গ কমিটির শপথ বাক্য ও গাড়ীচালকদের যৌক্তিক দাবী দাওয়া নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি- জিয়াউর রহমান ফাউন্ডেশন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নির্বাহী পরিচালক অধ্যাপক ডাঃ ফরহাদ হালিম ডোনার। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক ডা. মো. আব্দুস সালাম, মহা-সচিব, ডক্টরস্ এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)। অধ্যাপক রফিক উল কবির (লাবু), সহ-সম্পাদক, পরিবার কল্যাণ বিষয়ক জাতীয় নির্বাহী কমিটি, বিএনপি, অধ্যাপক ডা. মোস্তাক রহিম স্বপন, সহ-সভাপতি ডক্টরস্ এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব), ডা. মো. মেহেদী হাসান, সিনিয়র যগ্মি-সম্পাদক, ডা. মো. ফারুক হোসেন, সভাপতি, স্বাস্থ্য অধিদপ্তর ও মহাখালী অঞ্চল ডক্টরস্ এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব), ডা. আরেফিন (রঞ্জু), সাধারণ সম্পাদক, স্বাস্থ্য অধিদপ্তর ও মহাখালী অঞ্চল ডক্টরস্ এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এবং স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ও পরিচালক (প্রশাসন)সহ অনেক কর্মকর্তা উপস্থিত থাকবেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন মো. শহীদ মিয়া, সভাপতি বাংলাদেশ স্বাস্থ্য বিভাগীয় সরকারি গাড়ীচালক কল্যাণ সমিতির কেন্দ্রীয় কমিটি, স্বাস্থ্য অধিপ্তর, মহাখালী, ঢাকা।
এ সময় সংগঠনের নেতৃবৃন্দ বিভিন্ন দাবি দাওয়া পেশ করলে প্রধান অতিথি ডাক্তার অধ্যাপক ডাক্তার ফরহাদ হালিম ডোনার তাদের দাবীগুলো কর্তৃপক্ষের সাথে আলোচনা করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন । অনুষ্ঠানে নতুন কমিটিকে শপথ বাক্য পাঠ করানো হয়।