কুমিল্লার চৌদ্দগ্রামে রমজানের পবিত্রতা রক্ষা ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখার দাবিতে শান্তিপূর্ণ মিছিল করেছে উপজেলা জামায়াতে ইসলামী।
আজ ২৮ ফেব্রুয়ারি (শুক্রবার) বাদ আসর চৌদ্দগ্রামের নজমিয়া কামিল মাদরাসা মাঠে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এরপর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মিছিল বের করা হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমীর এডভোকেট মুহাম্মদ শাহজাহান। বিশেষ অতিথি ছিলেন জেলা সেক্রেটারি ড. সরোয়ার উদ্দিন সিদ্দিকী। উপজেলা জামায়াতের আমীর মাহফুজুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারি বেলাল হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের সাবেক আমীর ভিপি সাহাব উদ্দিন, পৌর জামায়াতের আমীর মাওলানা ইব্রাহিম, উপজেলা সহকারী সেক্রেটারি আবদুর রহিম, পৌর জামায়াতের নায়েবে আমীর কাজী এয়াছিন, পৌর জামায়াতের সেক্রেটারি মোশারফ হোসেন ওপেল, উপজেলা জামায়াত নেতা জয়নাল আবেদীন পাটোয়ারী, বিশিষ্ট ব্যবসায়ী আইয়ুব আলী ফরায়েজী, উপজেলা শিবিরের সাবেক সভাপতি আন.ম মেশকাত উদ্দিন সেলিম, উপজেলা সদর শিবির সভাপতি মোজাম্মেল হক।
শান্তিপূর্ণ এই মিছিলে বিপুলসংখ্যক জামায়াত-শিবির নেতাকর্মী ও তৌহিদী জনতা অংশ নেন। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে আয়োজিত এ কর্মসূচি দেখে চৌদ্দগ্রাম বাজারে আসা সাধারণ মানুষ ও পথচারীরা সন্তোষ প্রকাশ করেন এবং নেতাকর্মীদের ধন্যবাদ জানান।
উপস্থিত বক্তারা বলেন, রমজানের পবিত্রতা রক্ষা ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে, যেন সাধারণ মানুষ স্বস্তিতে সিয়াম সাধনা করতে পারে।