কনকাপৈত ইউনিয়ন যুব বিভাগের উদ্যোগে অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে ইফতার সামগ্রী ও উপহার বিতরণ করা হয়েছে। এ মানবিক কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৯ নং কনকাপৈত ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জনাব মোঃ ইকবাল হোসেন মজুমদার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কনকাপৈত ইউনিয়ন যুব বিভাগের সভাপতি নুরুল আলমসহ স্থানীয় জামায়াত ইসলামী বাংলাদেশ কনকাপৈত ইউনিয়নের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজের অসহায় ও দুঃস্থ মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। পবিত্র রমজান মাসে এ ধরনের উদ্যোগ সমাজের জন্য ইতিবাচক দৃষ্টান্ত সৃষ্টি করবে।
স্থানীয় সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে ইফতার ও উপহার পেয়ে তারা আনন্দ প্রকাশ করেন এবং আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানান।
উল্লেখ্য, কনকাপৈত ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইকবাল হোসেন মজুমদার প্রতি বছরই এ ধরনের মানবিক কার্যক্রম পরিচালনা করে থাকে।