কুমিল্লার চৌদ্দগ্রামে জাতীয় ভোটার দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। “তোমার আমার বাংলাদেশে, ভোট দিব মিলেমিশে”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে রবিবার (২ মার্চ) সকাল থেকে দিবসটির বিভিন্ন কর্মসূচি পালিত হয়।
চৌদ্দগ্রাম উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ জামাল হোসেন। অনুষ্ঠানের সঞ্চালনা করেন উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ মিনহাজুল ইসলাম।
আলোচনা সভায় প্রধান ও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চৌদ্দগ্রাম উপজেলা জামায়াত আমীর মাহফুজুর রহমান, উপজেলা প্রকৌশলী মোঃ নুরুজ্জামান, চৌদ্দগ্রাম প্রেসক্লাব সেক্রেটারি বেলাল হোসাইন, ছাত্র প্রতিনিধি মোঃ মামুন মজুমদার, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি সভাপতি কাজী কবির হোসেন, এ সময় উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা, স্থানীয় সুশীল সমাজের নেতৃবৃন্দ ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।
আলোচনা সভার আগে জাতীয় ভোটার দিবস উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি চৌদ্দগ্রাম উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে শহরের প্রধান সড়কসমূহ প্রদক্ষিণ করে।