কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার কনকাপৈত উত্তরপাড়া নিবাসী বীর মুক্তিযোদ্ধা চাঁন মিয়া ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি গত রাত ২:৫০ মিনিটে নিজ বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন।
মরহুমের জানাজা নামাজ আজ বাদ জোহর কনকাপৈত ইসলামিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়। জানাজা শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জামাল হোসেনের নেতৃত্বে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর দাফন কার্য সম্পন্ন করা হয়।
পরিবার ও স্বজনদের পক্ষ থেকে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় সকলের কাছে দোয়ার আবেদন জানানো হয়েছে। আল্লাহ পাক যেন তাঁকে জান্নাতুল ফেরদৌস দান করেন। আমিন।