ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম অংশে সাম্প্রতিক ডাকাতির ঘটনায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে সেনাবাহিনী ও হাইওয়ে পুলিশের যৌথ চেকপোস্ট পরিচালিত হচ্ছে।
রোববার ভোর সাড়ে ৫টা থেকে সকাল সাড়ে ৮টা পর্যন্ত মহাসড়কের পূর্ব ধনমুড়ী মডেল কলেজের সামনে স্থাপিত চেকপোস্টে সন্দেহভাজন যানবাহন ও যাত্রীদের তল্লাশি করা হয়। অভিযানের অংশ হিসেবে হাইওয়ে পুলিশ কাগজপত্রবিহীন একটি পিকআপ ও একটি ডাম্পার আটক করে। এছাড়া, একটি ট্রাককে মেয়াদোত্তীর্ণ নথির কারণে জরিমানা করা হয়। তবে সেনাবাহিনী কোনো যানবাহন আটক করেনি বলে কর্তব্যরত কর্মকর্তারা জানিয়েছেন।
এর আগে, শনিবার ভোরে পূর্ব ধনমুড়ী মডেল কলেজের সামনে একদল দুর্বৃত্ত একটি প্রাইভেট কার থামিয়ে যাত্রীদের উপর হামলা চালিয়ে স্বর্ণালংকার, নগদ অর্থ ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এই ঘটনার পরই নিরাপত্তা জোরদার করতে রোববার ভোর থেকে যৌথ অভিযান শুরু করে সেনাবাহিনী ও হাইওয়ে পুলিশ।
নিরাপত্তা বাহিনীর এ উদ্যোগকে সাধারণ জনগণ সাধুবাদ জানিয়েছে। স্থানীয়রা আশা করছেন, এ ধরনের যৌথ কার্যক্রম অব্যাহত থাকলে মহাসড়কে অপরাধমূলক কর্মকাণ্ড কমবে।
চৌদ্দগ্রাম মিয়া বাজার হাইওয়ে থানার সদ্য যোগদানকৃত অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম জানান, “চৌদ্দগ্রামের ৪৫ কিলোমিটার মহাসড়কে ডাকাতি ও ছিনতাই রোধে আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছি। জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে মহাসড়কে নিয়মিত চেকপোস্ট পরিচালনা করা হবে, যাতে সবাই নিরাপদে গন্তব্যে পৌঁছাতে পারেন।”