চৌদ্দগ্রাম উপজেলার সাবেক ছাত্রশিবির সভাপতি, বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের দায়িত্বশীল এবং সামাজিক সংগঠন ‘আনন্দ সংঘ’-এর প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ আল আমিন রাসেলের মা ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তিনি অদ্য ৫ মার্চ রাত ১২টা ৪০ মিনিটে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি পরিবার-পরিজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তাঁর মৃত্যুতে পরিবার, আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। এদিকে, বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
আল্লাহ তাঁকে জান্নাতুল ফেরদৌস দান করুন এবং শোকসন্তপ্ত পরিবারকে ধৈর্য ধারণের তৌফিক দান করুন।