চৌদ্দগ্রাম উপজেলার সাবেক ছাত্রশিবির সভাপতি, বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের দায়িত্বশীল নেতা এবং সামাজিক সংগঠন ‘আনন্দ সংঘ’-এর প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ আল আমিন রাসেলের মা দেলোয়ারা বেগম (৬০) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন)।
বুধবার (৫ মার্চ) সকাল ১০টায় স্থানীয় ঈদগাহ মাঠে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
জানাজার নামাজে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের পল্টন থানা আমীর শাহীন আহম্মদ খান, পল্টন থানার কর্মপরিষদ সদস্য নজরুল ইসলাম মজুমদার, কাকরাইল ওয়ার্ডের সাধারণ সম্পাদক প্রভাষক মোশাররফ হোসেনসহ রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় ব্যক্তিবর্গ এবং বিপুলসংখ্যক মুসল্লি।
মরহুমার রূহের মাগফিরাত কামনায় সকলের কাছে দোয়া চেয়েছেন তার পরিবার।