ঢাকাস্থ চৌদ্দগ্রাম উপজেলা জাতীয়তাবাদী ফোরামের উদ্যোগে এক আলোচনা সভা ও ইফতার মাহফিল শুক্রবার (৭ মার্চ) রাজধানীর মতিঝিল এজিবি কলোনি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. এবিএম সিদ্দিকুর রহমান নিজামী। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সভাপতি মো. কামরুল হুদা। উদ্বোধনী বক্তব্য দেন উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. শওকত আলী বাবু।
ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো. সোলাইমান চৌধুরী, এবং সঞ্চালনায় ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এম. এ. খায়ের মজুমদার।
বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. শফিকুর রহমান, কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ের ড. আবু বক্কর আশরাফী, চৌদ্দগ্রাম সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক মীর হারুনুর রশিদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্য বিজ্ঞানের অধ্যাপক মেজবাহউল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী মাহফুজুল হক, উপজেলা বিএনপির সহ-সভাপতি সাহাব উদ্দিন ফরায়েজী লাল্টু, উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান ভূঁইয়া, ঢাকাস্থ চৌদ্দগ্রাম উপজেলা জাতীয়তাবাদী ফোরামের আহ্বায়ক মো. মীর আহমেদ মীরু, উপজেলা বিএনপির যোগাযোগ বিষয়ক সম্পাদক জসিম উদ্দিন চৌধুরী, ঢাকা মহানগর দক্ষিণ কৃষক দলের যুগ্ম আহ্বায়ক মঞ্জুরুল আলম চৌধুরী, ঢাকাস্থ ব্যাংক সোসাইটির নির্বাহী সদস্য নুরে আলম এলাহী, জগন্নাথদীঘি ইউনিয়ন যুবদলের সভাপতি তৌহিদ উল্যাহ ভূঁইয়া, চৌদ্দগ্রাম উপজেলা যুবদল নেতা নাজমুল হুদা, নাজমুল হাসান মনির ও নুরুল আলম সেলিম, ছাত্রদল নেতা এমরান হোসেন।
অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন ঢাকাস্থ চৌদ্দগ্রাম উপজেলা জাতীয়তাবাদী ফোরামের নেতা জালাল উদ্দীন চৌধুরী।
আরও উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শাহ আলম রাজু, উপজেলা বিএনপির সহ-যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম ছুট্টু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নুরুন্নবী পাটোয়ারী নুরু, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক কাজী মোহাব্বত, ঢাকাস্থ চৌদ্দগ্রাম উপজেলা জাতীয়তাবাদী ফোরামের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
ইফতার মাহফিলটি ঢাকাস্থ চৌদ্দগ্রাম উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের প্রাণবন্ত মিলনমেলায় পরিণত হয়। পুরো অনুষ্ঠান জুড়ে দলীয় নেতা-কর্মীরা পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধের চিত্র তুলে ধরেন।