ঢাকা , বৃহস্পতিবার, ২২ মে ২০২৫, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo মিরপুরে পানি উন্নয়ন বোর্ডের অভিযানে ১০০ একর জায়গা উদ্ধার Logo র‌্যাব সদস্যদের অতীত ভুলে নতুন উদ্যমে কাজ করার আহ্বান,স্বরাষ্ট্র উপদেষ্টার Logo বুধবার ‘মার্চ টু ঢাকা’, ৭ দফা দাবি পল্লী বিদ্যুৎ সমিতির কর্মীদের Logo দূষণমুক্ত বাংলাদেশ গড়তে পরিবেশ রক্ষায় তরুণদের আরো সক্রিয় হতে হবে,পরিবেশ উপদেষ্টা  Logo চৌদ্দগ্রামে বাংলাদেশ সাংবাদিক সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo বাংলাদেশ সেক্রেটারিয়েট জার্নালিস্ট অ্যাসোসিয়েশন’র কমিটি পুনর্গঠন সভাপতি রিয়াজ সম্পাদক নিজাম Logo চৌদ্দগ্রামে “প্রায়োগিক পরীক্ষণ মাঠে বিনা মুগ-৮ ও বারি মুগ-২ এর মূল্যায়ণ” শীর্ষক মাঠ দিবস অনুষ্ঠিত Logo জুলাই গণঅভ্যুত্থানের অডিও-ভিজ্যুয়াল দলিল সংগ্রহ ও সংরক্ষণে কাজ করবে বাংলাদেশ ফিল্ম আর্কাইভ : তথ্য সচিব Logo চা শ্রমিকদের সমস্যা সমাধানে শ্রমিক-মালিক ঐক্য গড়ার আহ্বান: শ্রম ও কর্মসংস্থান এবং নৌপরিবহন উপদেষ্টা Logo হিঙ্গুলা হাছানিয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ

চৌদ্দগ্রামে তুচ্ছ ঘটনায় কিশোর গ্যাংয়ের তাণ্ডব, এলাকা ছাড়তে বাধ্য আহত ট্রাকচালক

কুমিল্লার চৌদ্দগ্রামে তুচ্ছ একটি ঘটনা ভয়ংকর রূপ নেয়, যখন গায়ে ধুলাবালি পড়ার মতো সামান্য বিষয়কে কেন্দ্র করে কিশোর গ্যাংয়ের একাধিক হামলার শিকার হন এক ট্রাকচালক। তিন দফা হামলায় আহত হয়ে প্রাণভয়ে এলাকা ছাড়তে বাধ্য হয়েছেন তিনি। ঘটনায় আতঙ্কে রয়েছেন তার পরিবারও।

চৌদ্দগ্রাম উপজেলার ঘোলপাশা ইউনিয়নের আমানগন্ডা শালুকিয়া গ্রামে এ ন্যক্কারজনক ঘটনা ঘটে। রবিবার (৯ মার্চ) সকালে বিষয়টি নিশ্চিত করেন চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) হেলাল উদ্দিন আহমেদ।

ভুক্তভোগী ট্রাক চালক রাসেলের বাবা সিরাজ মিয়া (৭৪) জানান, কিশোর গ্যাং সদস্যরা তার ছেলেকে তিনবার আক্রমণ করেছে, যার ফলে সে নিরাপত্তাহীনতায় ভুগছে এবং বাড়ি ফিরতে সাহস পাচ্ছে না।

তিনি বলেন, “গত ৫ মার্চ সন্ধ্যায় আমার ছেলে ড্রাম ট্রাক্টর চালিয়ে বাড়ি ফিরছিল। পথে অভিযুক্তরা রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল। ট্রাকের ধুলাবালিতে তাদের গায়ে ময়লা লাগায় তারা হঠাৎ ক্ষিপ্ত হয়ে রাসেলকে বেধড়ক মারধর করে।”

এরপর ৬ মার্চ, বাড়ির পাশেই একা পেয়ে আবারো রাসেলকে হামলার শিকার হতে হয়। কিন্তু তাতেও ক্ষান্ত হয়নি দুর্বৃত্তরা। ৯ মার্চ সকালে আমানগন্ডা বাজারের আলকাছ মিয়ার অফিসের সামনে ফের হামলা চালিয়ে তার টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয় তারা।

অভিযোগে উল্লেখ করা হয়েছে, হামলায় জড়িতরা হলো শাহজাহানের ছেলে সুমন (১৮), সিরাজ মিয়ার ছেলে জয় (১৯), খোকনের ছেলে রবিন (২০), সোহাগের ছেলে সাব্বির (২০)

চৌদ্দগ্রাম থানার ওসি হেলাল উদ্দিন আহমেদ বলেন, “আমরা অভিযোগ পেয়েছি এবং বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

স্থানীয়দের মতে, এলাকায় কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য বেড়ে গেছে। প্রশাসনের কঠোর হস্তক্ষেপ ছাড়া এ ধরনের অপরাধ নিয়ন্ত্রণ সম্ভব নয়।

হামলার শিকার রাসেলের পরিবার এখন চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। তাদের দাবি, দ্রুত অপরাধীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা হোক, যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনা আর না ঘটে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মিরপুরে পানি উন্নয়ন বোর্ডের অভিযানে ১০০ একর জায়গা উদ্ধার

চৌদ্দগ্রামে তুচ্ছ ঘটনায় কিশোর গ্যাংয়ের তাণ্ডব, এলাকা ছাড়তে বাধ্য আহত ট্রাকচালক

আপডেট সময় ১২:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ১০ মার্চ ২০২৫

কুমিল্লার চৌদ্দগ্রামে তুচ্ছ একটি ঘটনা ভয়ংকর রূপ নেয়, যখন গায়ে ধুলাবালি পড়ার মতো সামান্য বিষয়কে কেন্দ্র করে কিশোর গ্যাংয়ের একাধিক হামলার শিকার হন এক ট্রাকচালক। তিন দফা হামলায় আহত হয়ে প্রাণভয়ে এলাকা ছাড়তে বাধ্য হয়েছেন তিনি। ঘটনায় আতঙ্কে রয়েছেন তার পরিবারও।

চৌদ্দগ্রাম উপজেলার ঘোলপাশা ইউনিয়নের আমানগন্ডা শালুকিয়া গ্রামে এ ন্যক্কারজনক ঘটনা ঘটে। রবিবার (৯ মার্চ) সকালে বিষয়টি নিশ্চিত করেন চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) হেলাল উদ্দিন আহমেদ।

ভুক্তভোগী ট্রাক চালক রাসেলের বাবা সিরাজ মিয়া (৭৪) জানান, কিশোর গ্যাং সদস্যরা তার ছেলেকে তিনবার আক্রমণ করেছে, যার ফলে সে নিরাপত্তাহীনতায় ভুগছে এবং বাড়ি ফিরতে সাহস পাচ্ছে না।

তিনি বলেন, “গত ৫ মার্চ সন্ধ্যায় আমার ছেলে ড্রাম ট্রাক্টর চালিয়ে বাড়ি ফিরছিল। পথে অভিযুক্তরা রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল। ট্রাকের ধুলাবালিতে তাদের গায়ে ময়লা লাগায় তারা হঠাৎ ক্ষিপ্ত হয়ে রাসেলকে বেধড়ক মারধর করে।”

এরপর ৬ মার্চ, বাড়ির পাশেই একা পেয়ে আবারো রাসেলকে হামলার শিকার হতে হয়। কিন্তু তাতেও ক্ষান্ত হয়নি দুর্বৃত্তরা। ৯ মার্চ সকালে আমানগন্ডা বাজারের আলকাছ মিয়ার অফিসের সামনে ফের হামলা চালিয়ে তার টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয় তারা।

অভিযোগে উল্লেখ করা হয়েছে, হামলায় জড়িতরা হলো শাহজাহানের ছেলে সুমন (১৮), সিরাজ মিয়ার ছেলে জয় (১৯), খোকনের ছেলে রবিন (২০), সোহাগের ছেলে সাব্বির (২০)

চৌদ্দগ্রাম থানার ওসি হেলাল উদ্দিন আহমেদ বলেন, “আমরা অভিযোগ পেয়েছি এবং বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

স্থানীয়দের মতে, এলাকায় কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য বেড়ে গেছে। প্রশাসনের কঠোর হস্তক্ষেপ ছাড়া এ ধরনের অপরাধ নিয়ন্ত্রণ সম্ভব নয়।

হামলার শিকার রাসেলের পরিবার এখন চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। তাদের দাবি, দ্রুত অপরাধীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা হোক, যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনা আর না ঘটে।