কুমিল্লার চৌদ্দগ্রামে বাড়ির সীমানা বেড়া নিয়ে ভয়ানক সংঘর্ষের ঘটনা ঘটেছে। ঝগড়ার একপর্যায়ে ভাবির হাতে দেবর রক্তাক্ত হয়েছেন। এ ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়লে সামাজিক যোগাযোগমাধ্যমে তোলপাড় শুরু হয়।
জানা গেছে, চৌদ্দগ্রামের ঘোলপাশা ইউনিয়নের জগমোহনপুর বাবুর্চি গ্রামে তুচ্ছ বিষয় থেকে ভয়াবহ রূপ নেয় পারিবারিক বিরোধ। প্রবাসী তাবারক হোসেন তারু মিয়ার স্ত্রী নাজমা বেগমের অভিযোগ, দীর্ঘদিন ধরে স্বামীর বড় ভাইয়ের পরিবারের সঙ্গে জায়গা-জমি নিয়ে বিরোধ চলছিল। সম্প্রতি গ্রাম্য সালিশের মাধ্যমে সীমানা নির্ধারণ করা হলে তারা বাড়ির পাশে বেড়া দেন।
কিন্তু গতকাল দুপুরে হঠাৎই স্বামীর বড় ভাইয়ের স্ত্রী কুলসুম বেগম দা হাতে বেড়া কাটতে শুরু করেন। বাধা দিতে গেলে ক্ষিপ্ত কুলসুম ধারালো দা দিয়ে তাবারক হোসেনকে কোপ দেন। তিনি মাথায় আঘাত ঠেকাতে গেলে হাতেই কোপ লাগে, এতে তার বৃদ্ধাঙ্গুলের গোড়া কেটে রক্ত ঝরতে থাকে। আহত অবস্থায় তাকে দ্রুত চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
এ বিষয়ে আহত তাবারকের মা মাছুমা খাতুন (৬৫) বলেন, “আমি আমার জমি তারু মিয়ার নামে লিখে দিয়েছি। এ কারণে আমার বড় ছেলের বউ কুলসুম ক্ষিপ্ত হয়ে তাকে কুপিয়েছে। সে খুব ভয়ানক মহিলা!”
চৌদ্দগ্রাম থানার উপপরিদর্শক (এসআই) সাইদুর রহমান জানিয়েছেন, জায়গা-সম্পত্তি নিয়ে বিরোধের জেরে হামলার ঘটনা ঘটেছে। ভিডিওটি খতিয়ে দেখা হচ্ছে, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এই ঘটনার ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে গেছে, যা নিয়ে এলাকাজুড়ে চলছে ব্যাপক আলোচনা।