কুমিল্লা চৌদ্দগ্রামের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফকিরবাজার এলাকায় সড়ক দুর্ঘটনায় গুণবতী, পরিকোটের বাসিন্দা, এশিয়ান টিভি’র জসিম উদ্দিন চৌধুরী নিলয় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তিনি ছিলেন একজন নিষ্ঠাবান ও প্রতিশ্রুতিশীল সাংবাদিক, যিনি দীর্ঘদিন ধরে সত্য ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনে কাজ করেছেন। তাঁর অকাল প্রয়াণ সাংবাদিকতা জগতে এক অপূরণীয় ক্ষতি।মরা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। মহান আল্লাহ তাঁকে জান্নাতুল ফেরদৌস দান করুন