শাহাজালাল উজ্জ্বল স্টাফ রিপোর্টার
মুক্তি পেলো উদিয়মান কণ্ঠশিল্পী বর্ণালী সরকারের মিউজিক্যাল অ্যালবাম “হৃদয়ের আয়না”। শিল্পীর জন্মদিন উপলক্ষে ২৪ জানুয়ারি শুক্রবার রিয়েল লিঙ্ক মিউজিক ইউটিউব চ্যানেলে গানটি মুক্তি পেয়েছে। অ্যালবামের গানটতে তার সঙ্গে দ্বৈত কন্ঠ দিয়েছেন এফ এ প্রীতম। সালাউদ্দিন সাগরের কথায় গানটির সুর করেছেন এফ এ প্রিতম, সংগীতায়োজনে ছিলেন এস কে সাগর খান। নোমান আরাফের পরিচালনায় গানের ভিডিওতে মডেল হয়েছেন আনান খান ও জয়া মির্জা।
গানটির মুক্তির প্রাক্কালে রাজধানীর একটি অভিজাত রেস্টুরেন্টে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন চিত্রনায়িকা রুমানা ইসলাম মুক্তি, গীতিকার আহমেদ রিজভীসহ সঙ্গীতাঙ্গনের বিশিষ্টজনেরা।
মিউজিক্যাল অ্যালবামটি নিয়ে শিল্পী বর্ণালী সরকার বলেন, জন্মদিনে আমার প্রথম মৌলিক গান মুক্তি পেয়েছে। এই দিনটি আমার জন্য বিশেষ। এ অনুভূতি অন্যরকম। সামনে আরও ভালো কাজ করতে চাই। গানের কথাগুলো সুন্দর। আমরা চেষ্টা করেছি দর্শকদের সুন্দর একটি গান উপহার দেওয়ার। আশা করছি, গানটি সবার ভালো লাগবে।